আপনি ইসলাম কে সমস্যা মনে করেন? দেখুন নীচের তথ্য গুলিঃ

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৫:৩৪ রাত

আপনি ইসলাম কে সমস্যা মনে করেন? দেখুন নীচের তথ্য গুলিঃ

১। প্রথম বিশ্ব যুদ্ধে মৃতের সংখ্যা এক কোটি ৭০ লাখ।

(যুদ্ধের জন্য দায়ী ছিল অমুসলিমরা)





২।দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃতের সংখ্যা ৬ কোটি

(যুদ্ধের জন্য দায়ী ছিল অমুসলিমরা)



৩। হিরোশিমা এবং নাগাসাকীতে পারমানবিক বোমার আক্রমণে মৃতের সংখ্যা আড়াই লাখ।

(দায়ী আমেরিকা- অমুসলিম)



৪। ভিয়েতনাম যুদ্ধে মৃতের সংখ্যা ৫০ লাখ

(যুদ্ধের জন্য দায়ী ছিল অমুসলিমরা)





৫। বসনিয়া এবং কসোভোর যুদ্ধে গণ হত্যায় মৃতের সংখ্যা ৫ লাখ

(দায়ী অমুসলিমরা)



৬। ইরাক যুদ্ধে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২ লাখ।

(যুদ্ধের জন্য দায়ী অমুসলিমরা)



৭। আফগানিস্তান, বার্মা, ফিলিস্তিনে অসংখ্য মৃত্যু বরণ করছে

(দায়ী অমুসলিমরা)



আফগানিস্থানে গণ হত্যা



কাশ্মীরে গণ হত্যা



ফিলিস্তিনে গণহত্যা

এখনো আপনি ইসলাম কে সমস্যা মনে করেন?

আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। [সুরা বাকারাঃ আয়াতঃ১১]

এই কথা গুলো প্রচার করুন যা আপনার - আমার জন্য সাদকায়ে জারীয়া হয়ে থাকবে

আল্লাহর রসুল সাল্লাল্লাহুয়ালায়হিয়াসসাল্লাম বলেনঃ যে কোনো এক জন মানুষ কে ভালো কাজ করার কথা বলে, ভালো কজের নির্দেশক এবং ভালো কাজ কারী উভয়েই সমান সওয়াবের ভাগী হবে। [মুসলিম]



সুত্রঃ ফেস বুক

অনুবাদ ও সম্পাদনাঃ মোতাহারুল ইসলাম

বিষয়: বিবিধ

২২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File