কবিকে না বলতে নেই
লিখেছেন লিখেছেন আমিন ইউসুফ ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৮:২৭ রাত
কী আর ক্ষতি একটু আমায় আদর দিলে?
ঐ পাহাড়ের পাদদেশে
না হয় এলে রাধার বেশে
গল্প করা হলে শেষে
ঠোঁটে না হয় ঠোঁট মেলালে মনের ভুলে।
বইছে দেখ ঝর্ণাধারা
কিসের গীতি গাইছে তারা
ছুটছে কোথায় পাগলপারা
ময়ূর হয়ে নাচলে না হয় পেখম খুলে।
সন্ধ্যা হল, গগন মাঝে
তারার মালা ফুলেল সাজে
মন কি বসে অন্য কাজে
স্বপ্নগুলো যাচ্ছে ঢেকে তোমার চুলে।
১০/০৯/২০১৩
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন