কর্তব্য

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৭:২৫ রাত



কথার কথা কাজের কথা,

অধিক কথার নেই যোগ্যতা।

একটি কথার অনেক দাম,

হাজার কথার নাই নাম।

মুখে নয় কাজে বেশী,

তার কথায় সবাই খুশী।

প্রথম জীবন লেখা পড়া

মধ্যম জীবন সঞ্চয় করা।

অবসর জীবন বসে খাওয়া,

সাঙ্গ জীবন ঘুমিয়ে যাওয়া।

দেনা পাওনা শোধ দেওয়া,

পর জগতের প্রস্তুতি লওয়া।

সঞ্চিত অর্থ জীবনের আয়,

সঠিক পথে কর ব্যয়।

আপন আপন কৃত কর্ম,

পরকালের পরম ধর্ম।

পরম আত্মা পরকাল,

থাকবে সুখে চিরকাল।

শ্রদ্ধা কর গুরু জনে,

স্বয়ং খুশী খোদার মনে।

প্রতি মানবের কর্মফল,

রেকর্ড করছে ক্যাসেট কল।

হয়না অপচয় একটি কথা,

প্রকাশ করবে সৃষ্টি কর্তা।

শেষ রজনি আসবে যেদিন,

সূর্যের তাপে হবে বিলিন।

সাঙ্গ হবে স্রোষ্ঠার খেলা,

সময় হবেনা করলে হেলা।

যার যা দাবি তারে দাও,

ক্ষমা চেয়ে মাফ নাও।

সৎ থাকলে ভয় নাই,

সময় থাকতে বুঝা চাই।

সৃষ্টি প্রতি দয়া করলে,

জায়গা হবে ছায়া তলে।

মুনজরে দেখবে মহান খোদা,

হুশিয়ার হও আল্লার বান্দা ॥

কথার কথা কাজের কথা,

অধিক কথার নেই যোগ্যতা।

একটি কথার অনেক দাম,

হাজার কথার নাই নাম।

মুখে নয় কাজে বেশী,

তার কথায় সবাই খুশী।

প্রথম জীবন লেখা পড়া

মধ্যম জীবন সঞ্চয় করা।

অবসর জীবন বসে খাওয়া,

সাঙ্গ জীবন ঘুমিয়ে যাওয়া।

দেনা পাওনা শোধ দেওয়া,

পর জগতের প্রস্তুতি লওয়া।

সঞ্চিত অর্থ জীবনের আয়,

সঠিক পথে কর ব্যয়।

আপন আপন কৃত কর্ম,

পরকালের পরম ধর্ম।

পরম আত্মা পরকাল,

থাকবে সুখে চিরকাল।

শ্রদ্ধা কর গুরু জনে,

স্বয়ং খুশী খোদার মনে।

প্রতি মানবের কর্মফল,

রেকর্ড করছে ক্যাসেট কল।

হয়না অপচয় একটি কথা,

প্রকাশ করবে সৃষ্টি কর্তা।

শেষ রজনি আসবে যেদিন,

সূর্যের তাপে হবে বিলিন।

সাঙ্গ হবে স্রোষ্ঠার খেলা,

সময় হবেনা করলে হেলা।

যার যা দাবি তারে দাও,

ক্ষমা চেয়ে মাফ নাও।

সৎ থাকলে ভয় নাই,

সময় থাকতে বুঝা চাই।

সৃষ্টি প্রতি দয়া করলে,

জায়গা হবে ছায়া তলে।

মুনজরে দেখবে মহান খোদা,

হুশিয়ার হও আল্লার বান্দা ॥

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File