আমার প্রশ্ন
লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩২:০৮ রাত
যদি কোন দিন এ পৃথিবী হতে
চলে যায় প্রিয়তমা,
আমার মনের স্মৃতির কোঠায়
দীপ হয়ে জলিবে না?
তোমার আমার মিলনের দিন হতে
কত আশার স্বপ্ন,
প্রেমের শিখা হয়ে জলবে ধরনীতে
বিষাদ শর্য্য শায়
সে আলো কি আজ নিভে যাবে হায়
মরনের বিচ্ছেদে !
মিলনের ঘর আঁধার হবে কি
আলো আর জলিবে না?
বিরহী আষাঢ় সন্ধ্যা ঘনায়ে যাবে
বিরহ বিধুয়া মনে,
মোর কথা মনে হবে ক্ষনে ক্ষনে
ঝরিবে অশ্রুজল দু নয়নে।
নীরব হয়ে পড়ে রবে মোর প্রিয়া
নিস্তব্ধ নির্বাক শয্যায়
আমার স্মৃতিরে তুমি সে দিনে
ভূল করে পথ হারিওনা ॥
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন