আত্ম শুদ্ধি
লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০৮:৫৫ দুপুর
অসৎ পথ ত্যাগ করে
সৎ পথ ধর,
সৎ পথে মানিক আছে
দেরি কেন কর।
দোষ দিয়ে লাভ কি
দোষ করে সবাই,
ছোট বড় নিজের দোষ
নিজে দেখা চাই।
নিজ গুনে দোষ দেখে
কর নিজের বিচার,
সৎ নীতি সৎ প্রীতি
চির ভাস্বর।
দোষ গুন নিয়ে মানুষ
জন্ম গ্রহন করে,
সুশিক্ষা সৎ চিন্তা
খুঁজে নিতে পারে।
আত্ম দর্শনে সত্য দর্শন
জ্ঞানি লোকের কথা,
আত্মার সহিত যুদ্ধ কর
ঘুঁচবে দুঃখ ব্যাথা।
পবিত্র আত্মা পবিত্র মন
স্বর্গের মহামনি,
আপন আপন গড়ে তোল
সুন্দর জীবন খানি।
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন