সেই তুমি

লিখেছেন লিখেছেন সাময়ীক ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৩২:৫০ দুপুর

বুঝাতে পারিনি আজো অবুজ এ মনটাকে ভুলতে পারিনি আজো তাকে,শুধু তাই নয় মনের ঘিনে আজো শুনি বিষাদের ঠক ঠক পেরেক ঢুকার শব্দ। সে কি বিষাদ ও বিভৎস এবং বর্ননাহীন ওহ!

আমি তো কোন ভুল করিনি ফুল কুড়াতে,আমি আজো মনে রেখেছি সেই উজালা দিঘির পাড়,স্মৃতিতে কাঁদায় সেই কৃষ্ণচুড়ার গাছ যেকাহানে দেখা হত দুজনার।জীবনের প্রথম প্রহর গুলো ছিল সুখ রাঙানো,রাঙিয়েছিলে তুমি আজ সেই তুমি কত দুর---------

আচ্ছা তুমি কেমন আছো? তুমি কি আগের মত হাসো? তোমাকে না দেখতে খুব ইচ্ছে করে,আচ্ছা তোমার ও কী ইচ্ছা করে?সময়ের আবর্তনে তুমি আজ অন্যের। তুমি যা দিয়েছ তা দিয়ে চলছে জীবন। আর আমি ও নিরবে,নিবৃতে,নিশব্দে,নির্ঝনে প্রথম পাওয়া গুলি অনুভব করি।আজো তোমাকে খুব মনে পড়ে।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File