কেন এ ব্যবধান?

লিখেছেন লিখেছেন পড়ন্ত বিকেল ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২১:৩৩ রাত



আজকে তাদের অবস্থান কি

এলো মেলো ভাবনা টি।

নামল শীত দেশ জুড়ে

গরীব দুখি কেঁদে ফেরে।

শহর নগর পথ প্রান্তরে

কার দুঃখ কে লক্ষ্য করে,

নুন আনতে পান্তা ফুরায়

শীত বস্ত্র কোথায় পায়?

নামি দামি পোষাক পরে

গরীবকে শোষন তারা করে,

শীত গ্রীষ্ম ধনীর জন্য

গরীবের ব্যবস্থা হয়না কেন?

গরীব হওয়া মহা পাপ

শীত গ্রীষ্ম অভিসাপ,

প্রচন্ড শীতে হাড় কাঁপুনি

মেলেনা কোন তেনা কানি।

ধনী লোকের মহৎ মান

গরীবের আদর কাজের স্থান,

নিচু মানের খাবার দান,

গরীবের বেলায় কেন এ ব্যবধান।

গরীবের চেয় হও গনি

গরীবকে কিছু দাও ধনী;

গরীব নইলে দেশ চলেনা

দেখ দেশের কল কারখানা,

চাষির কথা দিলাম ছেড়ে

দুঃখ কষ্টে জীবন গড়ে,

তাদের সম্বল হাল বলদ

ন্যায্য হিস্যায় ভীষন গলদ।

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File