এই সরকার জালিম সরকার। নিজেও সত্য বলে না, কেউ সত্য বললে তাও সহ্য করতে পারে না। আ’লীগ সত্যের পক্ষে না, মিথ্যার পক্ষে।
লিখেছেন লিখেছেন কথার_খই ১১ আগস্ট, ২০১৩, ০৪:০৫:০৯ বিকাল
সত্য বললে সরকার গ্রেফতার করে : আহমাদুল্লাহ আশরাফ
হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, সত্য কথা বললে সরকার গ্রেফতার করে।
এই সরকার জালিম সরকার। নিজেও সত্য বলে না, কেউ সত্য বললে তাও সহ্য করতে পারে না। আ’লীগ সত্যের পক্ষে না, মিথ্যার পক্ষে।
মানবাধিকার সংগঠন ‘‘অধিকার’’-এর সেক্রেটারি আদিলুর রহমান খানের গ্রেফতারের প্রতিক্রিয়ায় রোববার শীর্ষ নিউজকে তিনি এসব কথা বলেন।
আহমাদুল্লাহ আশরাফ বলেন, আদিলুর রহমানের মুক্তির দাবিতে আন্দোলনের ঘোষণা দিবে হেফাজতে ইসলাম। আজ বোরবার বিকালে কর্মসূচি বিষয়ে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, যারা সত্য কথা বলেন সরকার তাদের গ্রেফতার করে। এই সরকার জালিম সরকার। নিজেও সত্য বলে না, কেউ সত্য বললে তা সহ্য করতে পারে না। আ’লীগ সত্যের পক্ষে না, মিথ্যার পক্ষে।
তিনি এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ,Click this link
বিষয়: বিবিধ
২৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন