একটি কবিতার জন্ম

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১১ আগস্ট, ২০১৩, ০৪:২১:৩৩ বিকাল

শব্দরা যেন লুকোচুরি খেলে স্মৃতীর গহবরে

কবিতার পঙক্তি গুলো দল মেলার আগেই ঝরে যায়

রুক্ষ কঠিন শীতের ধুসর পরশে।

কলমের গতি শ্লথ হয়, স্তব্ধ হয়,

হঠাৎ আঁধার গ্রাস করে নেই লৌকিক চেতনা

অব্যক্ত কথা গুলো গুমরে কেঁদে মরে

লৌহ গরাদের অন্ধকার কুঠুরীতে।

মস্তিষ্কের কোষ গুলো যেন লক্ষ যুগের তথ্য বাহক

শুয়োপোকা গুলো ধাবমান,

অবিন্যস্ত সোপান বেয়ে আলক উৎস পান্‌

হাজার বছরের সঞ্চিত কোলাহল মুখ থুবড়ে পড়ে

অন্ধকার পাতাল গহীণে।

ঝিঁ ঝিঁ পোকা গুলো অনবরত ডেকে যায়

দূরে অরণ্যে মাঝ রাতে শেয়াল ডাকে

বাদুরের পাখা ঝাপ্টানোর আওয়াজে

সচকিত হয় পদাবলী

একটি একটি করে ধাপ অতিক্রম করে অনন্ত কাল ধরে

যেন দূর গ্যালাক্সির কোনও এক নভোচারী

নিযুত আলোক বর্ষ পাড়ি দেয় পৃথিবীর পানে।

শ্রান্ত, অবসন্ন দেহ অবশেষে পা ফেলে সবুজ ঘাসে

সাদা কাগজে কালো দাগ গুলো বিস্তৃত হয়

কবিতা নামের একটি গোলাপ সৌরভ ছড়ায়

হঠাত আলোর ঝলকানি লাগে

মধুর বাতাস শীতল পরশ বুলিয়ে যায়।

বিষয়: সাহিত্য

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File