এটা হতে পারতো আজকের সবকয়টি পত্রিকার প্রধান শিরোনাম। ঈদের শপিং করার অন্য মার্কেটে যাওয়ার পথে ফিল্মি কায়দায় গুলি করে যুবলীগের নেতাকে খুন করলো এক শিবির ক্যাডার।। এ সময় তার পড়নে ছিল পাঞ্জাবী-টুপি

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ জুলাই, ২০১৩, ০৯:৩২:১২ রাত



ঈদের শপিং করার অন্য মার্কেটে যাওয়ার পথে ফিল্মি কায়দায় গুলি করে যুবলীগের নেতাকে খুন করলো এক শিবির ক্যাডার।।

এ সময় তার পড়নে ছিল পাঞ্জাবী-টুপি।।

এটা হতে পারতো আজকের সবকয়টি পত্রিকার প্রধান শিরোনাম।। টিভি চ্যানেলগুলোতে দেখা যেত বিশেষ রিপোর্ট।। কাকের কন্ঠ আর বাংলানিউজের লিংকে ভরে যেত ফেসবুকের নীল-সাদা জমিন......

বিভিন্ন মানবাধিকার সংগঠন ব্যানার নিয়ে দাঁড়িয়ে যেত শাহবাগে......... যুবলীগের সেই নেতার স্ত্রী, ছেলে-মেয়ে, মা বাবার কান্নাভেজা মুখের ছবিতে ভরে যেত ফেসবুক আঙ্গিনা.........।।

এই সবকিছুই আজকে হতে পারতো, শিবিরের গায়ে লাগতো আরো একটি কলংকের দাগ, বিভিন্ন সংগঠন থেকে তীব্র প্রতিবাদ হত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার দাবীতে.........।

কিন্তু ঘেটে দিল এক সিসি ক্যামেরা।। প্রকাশ হয়ে গেল পাঞ্জাবী-টুপি পরা সেই লোকটা আর কেউই না সয়ং যুবলীগেরই আর এক নেতা।।

এক কথায় ‪#‎কুকুরের_আক্রমণে_আর_এক_কুকুর_নিহত‬।। আর তাই সবকিছুই এত নিশ্চুপ।। প্রতিবাদ, সমাবেশ, বিশেষ রিপোর্ট, প্রধান শিরোনাম কিছুই হচ্ছেনা............।।

.............তারেক হোসাইনClick this link

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File