জামাত নিষিদ্ধ না হলে
লিখেছেন লিখেছেন বিল্লাহ মাসুম ৩১ জুলাই, ২০১৩, ০৯:৩০:৩৮ রাত
জামাত সর্ম্পকে সাধারন মানুষের কনসেপ্ট পরিবর্তনের জন্যে জামাতেরই দরকার ছিল নতুন নামে দল গঠন করা।এমন্তাবস্তায় সরকার নিজে যেচে জামাতরে নিষিদ্ধ করবে বলে আমার মনে হয়না । মানলাম প্রতিদ্বন্দি যেকোন দলই প্রপাগান্টার স্বীকার হবে তবে ৭১ আসলে এমন একটা বিষয় যেটার বাস্তবতা এবং বিজয় অর্জনের প্রক্রিয়ায় এদেশের মানুষের আকাঙ্খাকে শ্রদ্ধার চোখেই দেখতে হবে।
জামাত নিষিদ্ধ হলে জামাতই লাভবান হবে বেশি।জামাত নিষিদ্ধ হলে জামাতে যেটা করতে পারে, তা হলো, জামাত বাংলাদেশের বর্তমান সংবিধানের আওতায় নতুন করে নতুন নামে আরেকটি মধ্যপন্থি রাজনৈতিক দল খুলতে পারে। যেখানে বর্তমান নতুন নেতৃত্ব প্রাধান্য নিয়ে আসবে। তা হলে দুদলের অত্যাচারে অতিষ্ঠ জনগনের জামাতকে গ্রহন করা সহজ হবে ।এটাও মানতে হবে যে এদেশের অধিকাংশ মানুষের ইসলাম সর্ম্পকে পজেটিভ ধারনা থাকলেও ইসলামী অনুশাসন মানার মত অবস্থানে নাই্ । সেজন্য ইসলামের বিভিন্ন সেীন্দর্য আস্তে আস্তে সামাজিকভাবে তুলে ধরার মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে।
জামাত যদি নিষিদ্ধ নাও হয় তবু জামাত মিছেমিছি এদলকে রেখে আস্তে আস্তে সবাই অন্য নামে দল খুলে সে দলে ট্রান্সফার হতে পারে্।জামাত আগের মুসলিমলীগের মত নামসর্বস্ব হয়ে থাক। যে যত পারে জামাতরে গালি দিক তবে জামাতের উদ্দেশ্য্ই যদি অন্য নামে পূরন করা যায় তবে ক্ষতি কি?
আবার জামাত নিজেরাই ৫ বছরের জন্য রাজনীতি বাদ দিয়ে শুধু সামাজিক কার্যক্রম হাতে নিতে পারে। এখনওত খুব বেশি সিট পায়না এ ৫ বছর শক্তিশালী অর্থনীতিক ভিত্তি ,প্রত্যেক থানায় দুটি করে স্কুল, একটি হাসপাতাল বিভিন্ন সামাজিক সংগঠন তৈরিতে মনযোগি হতে পারে যা দীর্ঘমেয়াদিভাবে জামাতরে সাহায্য করতে পারে।
বিষয়: রাজনীতি
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন