ফাঁসির মঞ্চে কবিতা যখন!

লিখেছেন লিখেছেন সর্বহারা ৩১ জুলাই, ২০১৩, ০৯:০০:৪২ রাত



আমি আঁধারে হাঁটি সব কিছুকে অগচরে রেখে ,

অহর্নিশি নিজেকে আড়াল করেছি বক্ষে কষ্ট চেপে ।

স্মৃতির ভাজে ভাজে রক্তাক্ত অনিশ্চিত পদচিহ্ন!

তবুও একান্ত একলা পথিক আমি অন্তরালের।

মানব তটিনীর পাড় ভাঙ্গার শব্দ আজ অর্থহীন,

নির্বাক চোখে অবাক চাহনীর ভাব-গাম্ভীর্যতা ক্ষীণ।

আগামীর হাতছানি রুদ্ধ করেছে ভেতর বাহির

তপ্ত উন্মাতলা ধরনীর বুকে রচিত এক বিপন্ন মানবতা।

আমারই গড়া আমার পৃথিবী আজ প্রগাঢ় শূন্যতায়

অসম সমীকরণের রেখাপাত সুস্পষ্ট!

আমি অন্তিম পথের যাত্রী, আমার পথ চলা অসীম দিগন্তে,

তবুও স্বপ্নরা ধুম্রজাল, অন্তঃসার শুন্য।

আলোর কিরণ ক্ষীণধারা তবুও প্রবাহীত বহমান,

স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি অবাক নয়নে আমার আগামী।

রুদ্ধ দ্বার করবো আগল অসীমের সীমা ছাড়িয়ে,

অসুরের নশ্বর শক্তি নতজানু হবে একদিন।

বিষয়: বিবিধ

২০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File