হুমায়ুন আহমেদ ও বাংলাদেশি জাতীয়তাবাদ
লিখেছেন লিখেছেন বিল্লাহ মাসুম ১৯ জুলাই, ২০১৩, ১১:১৮:৩৪ রাত
হুমায়ুন আহমেদে একজন প্রকৃত বাংলাদেশি লেখক। যার লেখায় বাংলাদেশ রাষ্ট্র ও এর শ্রেণী চরিত্রের আকাঙ্খার প্রকাশ ঘটেছে ।অখন্ড বাংলার অজুহাত তুলে প্রয়োজনহীনভাবে ওপার বাংলার লেখকদের খাতির, যা তারা আমাদের লেখকদের করেনা। হুমায়ুন এসব মানসিক দাসত্ব থেকে অনেক ত্রগিয়ে ছিলেন ।যখন প্রতিষ্ঠিত লেখকরা দেশভাগ, মুক্তিযুদ্ধপূর্ব থেকে বেরিয়ে আসতে পারেনা, তখন তাদের লেখা হয়ে ওঠে বাঙালির not বাংলাদেশির। পূর্বরাংলার ভাষাভিত্তিক জনগোষ্ঠীর যে রাষ্ট্রীয় সীমানা নতুন আকাঙ্খার তৈরি করেছে, একমা্ত্র হুমায়ুনই তা আলাদা করে দেখিয়েছেন। যারা বাংলাদেশি জাতীয়তারাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, হুমায়ুন আহমেদ তাদের জন্য শক্তিশালী পুজি। একজন জনপ্রিয় বাংলাদেশি (not বাঙ্গালি)লেখকের মৃর্ত্যদিবসে গভীর শ্রদ্ধা।
বিষয়: সাহিত্য
১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন