যুদ্ধাপরাধীর বিচার তো একতরফা হচ্ছে। সরকারের কেবিনেটেও যুদ্ধাপরাধী রয়েছে, তাদের বিচার হচ্ছে না কেন?? মাহমুদুর রহমান মান্না

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ জুলাই, ২০১৩, ০৪:১৩:০৮ রাত

কেবিনেটের যুদ্ধাপরাধীদের ধরা হচ্ছে না কেন



মহাজোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধাপরাধী আছে এমন দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচার তো একতরফা হচ্ছে। সরকারের কেবিনেটেও যুদ্ধাপরাধী রয়েছে, তাদের বিচার হচ্ছে না কেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির আরও রায় হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি দু’টি এখন লিমিটেড কোম্পানি। তাদের ম্যানেজিং ডিরেক্টর যা বলবেন তাই বাস্তবায়ন হবে। শেখ হাসিনা একজন জেদি ও অহংকারী মহিলা। তিনি চাইছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে। এভাবে চলতে থাকলে বিরোধী দল ঈদের পর কঠোর আন্দোলনে যাবে, তখন যারা তৃতীয় শক্তি চান না তারা কি করবেন? আন্দোলনে যাবেন না নির্বাচন বানচাল করবেন? আওয়ামী লীগের সাবেক এ নেতা বলেন, একজন (তারেক রহমান) লন্ডনে রয়েছেন, সেখানে পড়ালেখা করেন। জ্ঞান অর্জন করছেন। তিনি একটি নির্বাচনী প্রচারণার কথাও বলেছেন। সেখানে নতুন ধারার সরকার গঠনের জন্য প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। তার মা (খালেদা জিয়া) এই কথা বলছেন। আরেক মা (শেখ হাসিনা) সন্তানের বক্তব্য সমর্থন করে মাঠে নেমে পড়েছেন। মান্না বলেন, আগামী নির্বাচনে বি. চৌধুরী, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীর মতো লোককে বিএনপি কাছে চায়, কারণ জামায়াতকে যে মানুষ দেখতে চায় না সেটা বিএনপি বুঝেছে। তিনি বলেন, পাকিস্তানের আসিফ আলী জারদারি যা পারেন তা শেখ হাসিনা পারেন না কেন? দুই মহিলার লড়াই আজকের সঙ্কটের জন্য দায়ী। সরকার পঞ্চম সংশোধনী এনে পরিস্থিতি জটিল করেছে।Click this link

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File