এ যুগের ইসলাম আলাদা। :/

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ৩১ জুলাই, ২০১৩, ০৩:৫৮:৪৬ রাত

- ভাই আসুন ইফতার করি।

- দাঁড়ান তালগাছটা তার নিজের জায়গায় রেখে আসি।

- হা হা হা।

.

.

.

.

- হঠাত্‍ হাসি হাসি লাগছে?

- খাওয়ার সাথে দাওয়াও হচ্ছে।

- তাতে হাসির কি আছে?

- আমাকে দেখে হাসছে তাই।

- কে হাসছে?

- সুন্দরী হাসছে।

- এখানে সুন্দরী কই?

- ঐ যে।

- কই যে?

- ঐ যে। যাতে মুড়ি মেখেছেন। পত্রিকার পাতায়।

- হা হা। মুড়ি মাখানোর সময় খেয়াল করিনি। অসুবিধা নাই। এটা আধুনিক যুগ।

- ভাই রোজা হবে তো?

- কেন হবেনা?

- সামনে টয়লেট টিস্যু।

- কোনটা টয়লেট টিস্যু?

- যে পেপারে মুড়ি মেখেছেন।

- এটা আপনার কাছে টিস্যু মনে হল? টিস্যুতে কোন ছবি থাকে?

- না।

- এটাই তো ভাল। বললাম না এটা আধুনিক যুগ।

- কিন্তু ছবিটা তো ভাল না। ধর্মীয় কাজ করবেন। আবার সামনে এসব থাকবে।

- কী করবেন বলেন। এযুগের ইসলাম আলাদা। এসবের বিরুদ্ধে কথা বলবেন? ধর্ম নস্যাত্‍ হয়ে যাবে। নারীর অবমাননা হয়ে যাবে। আপনার বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে। আপনাকে পথে ঘাটের অতি ইসলামিক বুজুর্গরা মাফ চাইতে বলবে। নারীস্বাধীনতানুভুতি ক্ষুণ্ন হবে।

- একটা লাভ অবশ্য হবে।

- কী?

- বিটিভির কল্যাণে আপনার ওই নুরানী মুখখানা পুরো দেশবাসী দেখবে। ঘন্টায় ঘন্টায় আপনাকে নিয়ে অনুষ্ঠান হবে।

- পাগল না মখা আপনি?

- কেন?

- শোনেন এদেশে বিটিভি আর এরশাদ দুটোই এক রকম। জন জীবনে কোনটারই প্রভাব পড়েনা। সুতরাং বিটিভি দিয়ে খ্যাতি পাওয়ার আশা কইরেন না। কয়জন বিটিভি দেখে?

- হা হা হা। দিন দিন মানুষ কেন যেন রসবিমুখ হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা কমেডি চ্যানেল!

- বেচারা চ্যানেল।

- এই দেখুন কথা বলতে বলতে নামাজের সময় পার হয়ে যাচ্ছে। কেমন মুসলিম আমরা দেখুন।

- ঐ যে বললাম। "এ যুগের ইসলাম আলাদা।"

- হা হা হা।

from

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File