সরল জনতার সামনে- হা:ছি:নার অভিরত মিথ্যার বৃষ্টি, সরল জনতার মনে শুরু হলো ঘৃণার দৃষ্টি।
লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ জুলাই, ২০১৩, ০৬:২৩:২৮ সকাল
মন্দদের নামের চন্দের
পিছে হাসিনার পথ চলা,
এম পি রনি'র তাই
অনরগল কথা বলা।
----------------------
কথা বলার পথে ছিলো
দরবেশের 'মুখোশ' উম্মুচিত,
হা:ছি:নার নষ্ট বুকে
শত যন্ত্রনাময় ক্ষত।
----------------------
দরবেশের দাদাগিরি
শেয়ার বাজার লুট,
কালো বিড়ালের থাবা
পদ্দা আবুলের দেশপ্রেমের গুমোট।
-------------------------------
হা:ছি:নার ধর্মনিরাপেক্ষতায়-
ধার্মীকদের গণহারে হত্যা,
আওয়ামী ভাবনায়
নির্লজ্জ জ ও জয়ের ধর্মহীনতা।।
-----------------------------
সরল জনতার সামনে-
হা:ছি:নার অভিরত মিথ্যার বৃষ্টি,
সরল জনতার মনে
শুরু হলো ঘৃণার দৃষ্টি।
ঘৃণা দিয়ে ভরে যাক
হা:ছি:নার ধর্মনিরাপেক্ষতার ঘর
হা:ছি:না হয়ে যাক
সধারন মনুষের পর।।
-----------------------------------
সময়ের অভাবে পুরোটা লিখতে পারলাম না!!
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন