রমজানে ঐতিহাসিক ঘটনাবলী

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ২৫ জুলাই, ২০১৩, ০৫:১৫:৪৪ সকাল



বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) জীবদ্দশায় ও রমজান মাসে বিভিন্ন অবিস্মরণীয় ঘটনাবলী সংঘটিত হয়। তার মধ্য থেকে কয়েকটি ঘটনার আলোকপাত করা হলো।

এক. নবুওয়াতের প্রথম বছর রমজান মাসে হেরা গুহায় পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়।

দুই. নবুওয়াতের ষষ্ঠ বছর রমজান মাসে হজরত উমর (রা.) এবং হজরত হামজা (রা.) ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তিন. নবুওয়াতের দশম বছর রমজান মাসে রাসুলের (সা.) চাচা... আবু তালিব এবং খাদিজা (রা.) ইন্তেকাল করেন।

চার. দ্বিতীয় হিজরির ১৭ রমজানুল মুবারকে ইসলামের প্রথম জিহাদ ঐতিহাসিক ‘গাজওয়ায়ে বদর’ সংঘটিত হয়।

পাঁচ. পঞ্চম হিজরির রমজান মাসে খন্দকের যুদ্ধ হয়।

ছয়. অষ্টম হিজরির ১০ রমজান জুমার দিনে মক্কা বিজয় হয়।

সাত. অষ্টম হিজরির ১৬ রমজান কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করা হয়।

আট. নবম হিজরির রমজান মাসে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।

নয়. এগারো হিজরির রমজান মাসে ফাতিমা (রা.) ইন্তেকাল করেন।

দশ. আটান্ন হিজরির মাহে রমজানে হজরত আয়েশা (রা.) ইন্তেকাল করেন।

বিষয়: বিবিধ

১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File