বাপের এক চরেই ছেলের আত্মহত্যা!

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ২৫ আগস্ট, ২০১৩, ০২:১৮:৩৮ রাত



মতলব উত্তরে বলাইরকান্দিতে এগারো বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার বলাইরকান্দি দাশের আড়ং-এ জুবাইদ (১১) কে তার বাবা মিজানুর রহমান কথা কাটাকাটির মাধ্যমে একটি চর মারে। এ ঘটনাকে কেন্দ্র করে বলাইরকান্দি নিজ বাড়িতে ঘরে এসে আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে জুবাইদ আত্মহত্যা করে। তার মা দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে ঝুলন্ত ফাঁস থেকে মৃত অবস্থায় নিচে নামায়।

http://www.chandpurnews.com/?p=3939&fb_source=pubv1

বিষয়: বিবিধ

১৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File