ভাগ্যে যে কি ইফতারি আছে জানি না
লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ১০ জুলাই, ২০১৪, ০৬:২৯:৫৬ সন্ধ্যা
বিডি টুডে নটে, এ লিখাটি পড়ে আমার ভীষন ভালো লেগেছে। ভালো লাগার মাঝে দু'চোখের কোনে কখন পানি এসে জমা হলো বলতে পারিনাই। তাই আপনাদের সাথে শেয়ার করা।
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনন্দিন ২২’শ থেকে ২৪’শ ক্যালরি খাদ্য গ্রহণ করা প্রযোজন হলেও রিক্সা চালকের জন্য আরো বেশী পুষ্টিকর খাবার প্রয়োজন। অথচ সারাদিন রোজা রেখে ইফতারে সামান্য মুড়ি আর ছোলা খেয়ে ইফতার সারছেন তারা। পুষ্টিকর খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু টাকার অভাবে তারা পারছে না। কারণ তারা প্রতিদিন রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে ভাল খাবার খেতে গেলে তাদের পরিবার চালাতে হিমশিম খেতে হবে। তবে যত কষ্টই হোক সামান্য কিছু খেয়ে রোজা রাখতে পেরে খুশি তারা।
রাজধানীর প্রতিটি রোডে অসংখ্য রিকসা চলাচল করে। রিক্সা চালানো অধিক পরিশ্রমের কাজ হওয়ায় অনেকেই রোজা রাখেন না। কিন্তু যারা শত কষ্টের মাঝেও রোজা রাখেন তাদের অবস্থা কেমন
আমরা ভেবেছি কি কখনো?
সারাদিন রোজা রেখে যারা ইফতার করে সামান্য মুড়ি ছোলা দিয়ে। তবুও তারা বলে আমরা রোজা রাখতে পেরে মহান রাব্বুল আল-আমিনের কাছে অনেক শুকরিয়া আদায় করছি। যখন ইফতারের সময় হয় তখন তারা সবাই মিলে গ্যারেজে বসে একসাথে ইফতার করে। তারা একসাথে ইফতার করতে পেরে অনেক খুশি।
কিন্তু আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে যারা এই রমজান মাসে রোজাও রাখে না। কিন্তু তারা কি পারেন না অন্তত এই সব গরীব মানুষের পাশে দাঁড়াতে।
সুত্র:-এখানে।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''আমরা ভেবেছি কি কখনো?''
০ আমরা ভেবেও কি কিছু করার ক্ষমতা রাখি ? এটা আমাদের প্রতিনিধিরা করবে । সেজন্য তো আমরা তাদেরকে বছরকে বছর ট্যাক্স দিয়ে যাচ্ছি ।
ে এসব দিনমজুরদের জন্য কিছু না করার দায়ে সরকারকে দোষী করা যায় , কিন্তু তাতেই কি কোন প্রতিকার হবে ? না হয়রানী কাঁধে চাপবে ?
অনেক সুন্দর পরামর্শ।
অামর দেশের শাসক হতো
ওমরের মতো
হতো অাবু বকরের মত।
আর সুন্দর মন্তব্যটির জন্য জাজাকাল্লাহু......।
মন্তব্য করতে লগইন করুন