কেন এই রক্ত ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ জুলাই, ২০১৪, ০৬:২৫:০০ সন্ধ্যা
কেন এত রক্ত দেখতে হয় ?
কেন প্রথিবীর বুকে রক্তের বন্যা বয়ে যায় ?
কেন ফিলিস্তিন ,সুরিয়া ,মিসর কাশ্মিরে রক্ত ঝরে ?
কেন আফগানিস্তান ,পাকিস্তান ,কাশ্মীর থেকে রক্তের গন্ধ আসে।
কেন লেবানন , ইয়েমেনের মাঠি আজ রক্তে লাল হয়ে রয় ?
কেন লিবিয়া, নাইজেরিয়া, বসনিয়ার রাস্তায় লাশ পরে রয়
একটাই কারণ ,কুরআন থেকে মুসলমান আজ অনেক দুরে।
মুসলমানদের মধ্যে ঐক্য গেছে চলে।
আমরা কি পারিনা আবার গড়তে ইসলামের ঐক্য ?
উপহার দিতে সুন্দর সমাজ ?
আমরা যদি কুরআনের পথে ফিরে আসতে পারি।
ঐক্য গড়তে পারি।
শান্তি আসবে দুনিয়ায়।
আসবে সবাই ইসলামের ছায়ায়।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছুক্ষেত্রে গাফিলতি আছে এটাও ঠিক।
জাজাকাল্লাহ
আল্লাহ আমাদেরকে রক্ষ্যা করুন আমীণ।
=====
অন্যদিকে ঠিকই আল ক্বায়েদার কিছু মুজাহিদ 'আযযাম বিগ্রেড' বা অন্যকোন নামে ইসরাইলে পাল্টা হামলা চালাতে চেষ্টা করে। আল ক্বায়েদা বা অন্য যেকোন মুজাহিদ গ্রুপ শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, সারা দুনিয়ার মুসলিমদের জন্য শারিরিক যুদ্ধে অংশ নিতে চেষ্টা করে। এটাই হচ্ছে সত্যিকার মুসলিম ও গণতান্ত্রিক মুসলিমদের পার্থক্য।
=============================================
আপনি কাদের সাথে ঐক্য করবেন, কবর পুজারীদের সাথে? মুজাহিদদের সন্ত্রাসী যারা বলে তাদের সাথে? বিদআতীদের সাথে? মুসলিম দাবিদার কিন্তু ধর্মনিরপেক্ষবাদীদের সাথে? মুসলিম দাবিদার কিন্তু সাম্যবাদে বিশ্বাসীদের সাথে? মুসলিম দাবিদার কিন্তু কিন্তু গণতান্ত্রিক তাদের সাথে? সৌদ রাজতন্ত্রের সাথে?
মুসলিমদের সামষ্টিক ব্যর্থতার কারনেই সারা বিশ্বে মুসলিমদের এই দুর্গতি।
পাখির মত
মরলে মানুষ
থাকতে হবে বোবা,
দায় ফুরাতে
করি কেবল
মোনাজাতে দোয়া।
ভালো লাগলো.........
মন্তব্য করতে লগইন করুন