আল্লামা শফী এই সকল অপকর্মের নাম ধরে ধরে ওয়াজ করেছেন, সাবধান করেছেন মানুষকে, তখনি খোশ- পাচড়া দেখা দিয়েছে রাম-বামদের। চুলকা, চুলকাইতে থাক.....
লিখেছেন লিখেছেন কথার_খই ১২ জুলাই, ২০১৩, ০৬:১৩:০৮ সকাল
চুলকানী উঠছে, চুলকাইতে চুলকাইতে অবস্থা কাহিল বাম-রামদের।
উনাদের সর্বাঙ্গে চুলকানী, ঔষধ দিব কতখানি? আল্লামা শফীর
ওয়াজের এক ভিডিও দেখে ওদের চিপায়-চাপায় চুলকানি দেখা দিয়েছে,
তিনি না কি ঐ ভিডিওতে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।
->যখন টিভিতে বিজ্ঞাপনে বলা হয়-"ফেমিকন, যেনো কাশফুলের নরম
ছোঁয়া", তখন তা অশ্লীল হয় না। ->যখন টিভিতে বিজ্ঞাপনে মেয়েকে দিয়ে বলানো হয়-"আমি লাইগেশন
করিয়েছি, আপনিও করুন", তখন তা অশ্লীল হয় না।
->যখন টিভিতে বিজ্ঞাপনে বলা হয়-"আমি ভ্যাসেকটমি করিয়েছি,
আপনিও করুন", তখন তা অশ্লীল হয় না।
->যখন টিভিতে দেখানো হয়, সাস্থ্যকর্মী আপা গিয়ে গ্রামের অল্প
শিক্ষিত মেয়েকে বুঝাচ্ছে কোন কোন পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রন করতে হয়, কিভাবে করতে হয়, তখন তা অশ্লীল হয় না।
->সিনেমাতে যখন দেখানো হয়, কোন মেয়েকে সন্ত্রাসীরা অপহরন
করে, অতঃপর ধর্ষন করে, তখন এই দৃশ্য আর মেয়ের আহঃ উহঃ শব্দ
অশ্লীল হয় না।
->সিনেমায় নায়িকার গায়ের উপর নায়কের শুয়ে পড়ার দৃশ্য অশ্লীল না।
->বোটানিকেল গার্ডেন আর বলদা গার্ডেনে যা হয়, তা অশ্লীল না। ->ঢাবি'র টিএসসিতে যা হয়, তা অশ্লীল না। আর যখন আল্লামা শফী এই সকল অপকর্মের নাম ধরে ধরে ওয়াজ
করেছেন, সাবধান করেছেন মানুষকে, তখনি খোশ-
পাচড়া দেখা দিয়েছে রাম-বামদের। চুলকা, চুলকাইতে থাক।Click this link
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন