সরকারী চাকুরীতে কোটা ব্যবস্থা সেকুলাস আইনের বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ জুলাই, ২০১৩, ০৪:৫৬:৪৯ রাত
মেধাহীন গুন্ডাদের চাকুরী দেয়া হয় , অথচ মেধাবীরা চাকুরী পাচ্ছে না --
বর্তমানে বাংলাদেশে বেসামরিক সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে শতকরা ৫৫ ভাগ কোটা প্রধানত ৪ শ্রেণীর সুবিধাভোগীদের জন্য অন্তভুক্ত
প্রথমে জেলা বিভাগে বন্টন শেষে
জেলায় মুক্তি যোদ্ধাদের সন্তানদের ৩০ ভাগ
শুধু জেলা কোটায় ১০ ভাগ,
নারী কোটায় ১০ ভাগ এবং
উপজাতি কোটায় ৫ ভাগ নিয়োগ করা হয়।
এরা আবার মেধার ৪৫ ভাগের মধ্যেও অন্তভুক্ত হবেন।
পুলিশ দিয়ে করা হচ্ছে অতিশোচনীয় নির্যাতন,টিয়ারশেল নিক্ষেপ,হাতাহাতিতে শাহবাগ যেন এখন পুরো এক রণ ক্ষেত্রের নারকে পরিণত।
পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা কোটা বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের উপর
ফলে মেধাবীরা তাদের আসন থেকে বঞ্চিত হচ্ছে।কিন্তু কেন?তাদের উপর এত নির্যাতন।
যেখানে মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে স্থান লাভ করবে সেখানে অযোগ্য একজন স্থান পাবে এটা মেনে নেওয়া যায় না
বিষয়: বিবিধ
২০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন