‘যারা ইসলাম হেফাজত করতে চায় তারা কাফের’

লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ জুলাই, ২০১৩, ০৬:৫৪:০৫ সন্ধ্যা

হেফাজতে ইসলামকে ইঙ্গিত করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী বলেছেন, যারা ইসলামের হেফাজত করতে চায় তারা কাফের। কারণ আল্লাহর ধর্ম আল্লাহ হেফাজত করবেন। তাদের কিছু করার প্রয়োজন নেই।



রোববার রাত ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে কি হয়েছে তা নিয়ে বিভ্রান্ত না হয়ে সামনের দিকে এগিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানের দালালদের বিচারের প্রক্রিয়ায় আমরা আছি। আপনারা যদি এ বিচার চান তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে এ বিচার কাজ বন্ধ হয়ে যাবে।

স্থানীয় ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানকে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক ও সৈয়দ এনায়েত হোসেনকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় নড়িয়া উপজেলা যুবলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আব্দুর রব মুন্সী, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ স্থানীয় নেতারা।

Click this link

বিষয়: বিবিধ

২৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File