'তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?' (মুহাম্মাদ : ২৪)
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ০৮ জুলাই, ২০১৩, ০৬:৩৪:৫৮ সন্ধ্যা
"...যে ব্যক্তিই আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় সৃষ্টি করে দেবেন৷ এবং এমন পন্থায় তাকে রিযিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না৷... "(৬৫ ২-৩ )
@ বিবিয়ানা, আপনাকে প্রায়ই দেখি ইসলামের তথা কুরানের ভুল ধরতে চান, কিন্তু আপনার জানা নাই , আপনার চাইতেও অনেক বুদ্ধিমান ইহুদী-নাসারা-হিন্দু-নাস্তিক, ইসলামের এই সব আইয়াত নিয়া ভুল ধরতে চেয়েছিল, প্রে, আয়াতের বিশ্লষন বুঝার পর বোকার মত তর্ক না বাড়িয়ে নিরব হ্যেছে।
যদি আপনার মেত এই সব আয়াতের অর্থ হতো কুরআন তবে ২ টি কথা পরিষ্কার হতো
১, কুরান আল্লাহর বানি হতে পারে না (নাউজুবিল্লাহ)
২, কুরআনে অবশ্যই ভুল আছে (নাউজুবিল্লাহ)
অথছ, আল্লাহ নিজেই ২য় সুরাতে ব্লেছেন, - এটা সেই কিতাব যাতে কোন ভুল নাই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশক,
আসলে আপনি ধোঁকাবাজ, তাই সত্যকে বুঝে ও না বুঝার ভান করছেন,যারা নিজের জন্মদাতা বাবার সাথে অন্য পুরুষকে জন্মদাতা বলে, তারা কুরানকে বুঝবে কি করে ?
'তোমরা ইবাদাত কর আল্লাহর, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না। আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সঙ্গে, নিকট আত্মীয়ের সঙ্গে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয়- প্রতিবেশী, অনাত্মীয়- প্রতিবেশী, পার্শবর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী।' (নিসা : ৩৬)
দেখুন এরা নাকি মানব-সন্তান (মানুষের বাচ্চা), ! বিবিকহীন-অন্ধ-অজ্ঞ,
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/6467/loveme/19681#.UdqnxKzRmho
অর্থাৎ;-তারাতো পূর্বেও ফেতনা সৃষ্টি করে ছিল এবং আপনার কার্যকলাপ ওলটপালট করতে চেয়েছিল৷ এমনকি সত্য এসে গেল, আল্লাহর হুকুম প্রকাশ পেল, যদিও তারা অপছন্দ করেছিল৷ তওবা-৪৮
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/6467/loveme/19772#.UdqnDKzRmho
'তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?' (মুহাম্মাদ : ২৪)
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/6467/loveme/20347#.Udqow6zRmho
'আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।' (আলে ইমরান : ৮৫)
"তারা মুখের ফুঁৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে। তিনি তাঁর রসূলকে পথ নির্দেশ ও সত্যধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সবধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে।"
---- [সূরা আস-সফ, আয়াত ৮-৯]
বিষয়: বিবিধ
৫৬৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন