জেদ্দায় === "" হেফাজতে ইসলামের বিশেষ সভা ""
লিখেছেন লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২২:০০ রাত
জেদ্দায় === "" হেফাজতে ইসলামের বিশেষ সভা ""
আজ শুক্রবার বাদ এশা,
আযিজিয়া, শাহিন হোটেলের কাছে, শাহাদাব হোটেলে
যেতে চাইলে জেদ্দার আয়োজক আক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করুন,
মো ঃ আক্তার হোসেন,
ফোন == ০০৯৬৬ ৫০৮৫৫৩৬০
আপনি তাদের অনেককে দেখবেন, কাফেরদের সাথে বন্ধুত্ব করে। তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ। তা এই যে, তাদের প্রতি আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে ( সূরা আল মায়েদাহ = 80 )
যদি তারা আল্লাহর প্রতি ও রসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত, তবে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার ( সূরা আল মায়েদাহ = 81 )
তাই যদি আমরা নিজেদের মুসলমান মনে করি বা দাবি করি তবে অবশ্যই আলেমদের সাথে বন্ধুত্ব রাখতে হবে,
আল্লাহ আমাদের সবাইকে আলেমের সাথে থাকার তৌফিক দান করুন , আমীন - - - - -
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমীন
২৪ ডিসেম্বরে শাপলা চত্ত্বরে যে মহাসমাবেশ করতে চেয়েছিল তা নিরাপত্তার অজুহাতে এবং ৬ই মের পুনরাবৃত্তির ভয়ে বাতিল করেছে ।
চট্টগ্রামেও হরতাল বাতিল করেছে ভয়ে ।
দেশে করলে যে মাইর খাবে সেই ভয়েই এখন দেশের বাইরে সভা সমাবেশ করতেছে ।
সৌদিতে যে সভা করবে সে রকম ৬ই মের পর এখন করার সাহস হেফাজতের নেই।
হতভাগা লিখেছেন : আবার এই আলেমরাই তো কনফিউজড করে দেয় । তাদের মধ্যে মতের খুব অমিল ।
ভাই , আপনি কি আলেমদের পক্ষে বললেন না বিপক্ষে , বুঝলাম না
তবে পড়ে মন্তব্য করার জন্য ১০০ বার ধন্যবাদ,
আল্লাহ আপনাকে আমাকে আওয়ামীলীগ মুক্ত মুসলমান বানাক - - - - -
আমীন - - - -
মন্তব্য করতে লগইন করুন