৬ মাসে ইসলামী ব্যাংকের শীর্ষস্থান অর্জন

লিখেছেন লিখেছেন কথার_খই ০৩ জুলাই, ২০১৩, ১২:৪৯:৪২ রাত

৬মাসে ইসলামী ব্যাংকের শীর্ষস্থান অর্জন ৷



গণ জাগরণ মঞ্চের নেতা ইমরান ও তাদের সাঙ্গপাঙ্গরা ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য কয়েক মাস যে আন্দোলন করেছিল তা নিশ্চয়ই ভুলে যান নি৷ দেশব্যাপী সকল ইসলামী ব্যাংকে হামলা, ভাংচুর, মারধর নীরবে সয়ে গিয়েছে ইসলামী ব্যাংক ৷ নিজেদের

মুক্তিযোদ্ধা প্রমানের জন্য কোন কোন শাখায় দশ বারের অধিক হামলা করেছিল ব্যাংক লুটেরাদের উত্তরসুরী ও হাম্বালীগের নেতা কর্মীরা ৷

তবে আল্লাহর রহমতে 2013 সালের হাফ ইয়ারলী ক্লোজিংয়ে ব্যাংকিং সেক্টরে মুনাফায় আবারো শীর্ষস্থান দখল করল ইসলামী ব্যাংক ৷ এ সময়ে ইসলামী ব্যাংকের মুনাফার পরিমান 975 কোটি টাকা যা 2012 সালে এই সময়ে মুনাফা ছিল 959 কোটি টাকা ৷

হাতে গোনা দু একটি ব্যাংক ছাড়া বাকি সকল ব্যাংক গত বছরের তুলনায় কম মুনাফা করেছে ৷

ব্যাংক - 2012- 2013

ইসলামী ব্যাংক- 959-975

ন্যাশনাল - 395 -287

পূবালী - 360-325

এক্মিম -226-200

এনসিসি - 204-156

সিটি ব্যাংক - 180-210

মার্কেন্টাইল -192-182

আরাফাহ - 245-200

শাহজালাল- 243-168

ডাচ বাংলা 300-222

ব্যাংক এশিয়া -254 -254

আল্লাহর কাছে শোকরিয়া ৷ যারা ঐ দু :সময়ে অনলাইন ও

অফলাইনে ইসলামী ব্যাংকের হয়ে কাজ করেছেন পাশে থেকেছেন তাদেরকে আন্তরিক অভিন্দন ৷

Click this link

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File