মুরসী বিরোধী শয়তান মিডিয়াঃ মিশর জুড়ে বিক্ষোভের ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ০৩ জুলাই, ২০১৩, ০২:২১:৩৪ রাত









( মুরশীর পক্ষে আজকে সারা মিশর জুড়ে বিক্ষোভের কয়েকটি চিত্র)

কয়েকদিন থেকে মিশরের ঘটনা গুলো পর্যবেক্ষণ করছি। মিশরের মিডিয়া প্রেসিডেন্ট মুরশী বিরোধীদের পক্ষে এমন ভাবে নির্লজ দালালী করছে তা বলার মত না। মিথ্যাচারের এমন কোন সীমানাই যা অতিক্রম করে নাই।

কয়েকটি ঘটনা তুলে ধরীঃ

১। গতকাল সোমবার বিকেল থেকে আল আহরাম ও আল-মাসরুম প্রচার করছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু ওটা ডাহা মিথ্যা, কারন উনি আজকে বহাল আছেন।

২। আর্মি যে বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে, সব রাজনৈতিক দল গুলো

আলোচনায় বসে সমাধান করতে না করলে আর্মি নিজেদের প্লান মত চলবে। অথচ আল-জাজীরা লীড নিউজ করলো আর্মি মুরশী আট্টিমেটাম দিয়েছে, যা তারা পরে কারেক্ট করে।

৩। আজ মঙ্গলবার মুরশীর সমর্থনে লক্ষ লক্ষ লোক গোটা মিশরেই প্রচন্ড বিক্ষোভ হয়েছে, হচ্ছে। মুরসী বিরোধী শুধুমাত্র তাহিরীর স্কোয়ারে । মুরশীর পক্ষের লোকজন সারাদেশে। অথচ আল-আহরাম

মুরশী সমর্থকরা নাকি কয়েকশত ।

বিষয়: বিবিধ

২৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File