প্রথম আলোর আওয়ামী প্রীতি ঃ জুতাকে বানালো, পাথর!
লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৪০:১০ রাত
আওয়ামীদের পিঠ বাচাতে প্রথম আলোর ভুমিকা নতুন কিছু নয়।
ইদানিং আওয়ামী ষন্ডারা বিভিন্ন জায়গায় জনতার রোষে জুতা থেরাপি পাচ্ছে। প্রথম আলোর মতি মিয়া সেগুলো এখন "ইট-পাটকেল" হিসেবে দেখছেন। গতকাল (31/01/2014) রাতে আবু রেজা নদভী নামের এক এমপি খেলেন জুতার বাড়ি (গতকাল রাতেই অনলাইন মিডিয়াগুলো, আজকে সকালের সব পত্রিকাগুলো "জুতাই" লিখেছে)। "বদলে দাও, বদলে যাও" নীতিতে মতি মিয়া জুতাকে বদলে "পাথর" বানালেন। সেটা না হয় বুঝলাম। নিউজটা ছেপেছে প্রায় ২০ ঘন্টা পরে, আজকে বিকেলে। যেন না ছাপলেই বাচি!।
দেখুন বাংলামেইল২৪ গত ৩১ জানু রাত ৯ঃ৩৬ (ক্রীনসট-১) টার নিউজ আর প্রথম আলোর আজকে (১ ফ্রেব্রুয়ারী) বিকেল ৫ঃ৩৫ নিউজ (ক্রীনসট-২)। সুত্র, ফেসবুক
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাগ্য ভাল এখনও একে মেরে ফেলে নাই।
মন্তব্য করতে লগইন করুন