কার্টুনে কার্টুনে গাজা হত্যার প্রতিবাদ
লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ১২ জুলাই, ২০১৪, ০৩:১৮:১৫ রাত
জায়নবাদী ইসরাইলের মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে
দেশে বিদেশে অনেক কার্টুনিষ্ট তাদের তুলিয়ের মাধ্যমে প্রতিবাদ করেছেন , করছেন। ২০০৯ সালে বাংলাদেশের একদল কার্টুনিষ্ট
জাতীয় প্রেসক্লাবে জায়নবাদ বিরোধী এক কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছিলেন, দেখুন সেখান থেকে নেয়া কিছু কার্টুন
বাংলাদেশী বিভিন্ন কার্টুনিষ্টের আকা কার্টুন ---
ব্রাজিলিয়ান কার্টুনিষ্ট কার্লোস লাটুফের কার্টুন
বিষয়: বিবিধ
২৫৮৫ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন তো এটাকেই সমর্থন দিতে মন চাইছে
পীর মাজারীরা মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে লুটেপুটে হারাম উপার্জনে ব্যস্ত।
হেফাজতের শফী হুজুর তাঁদের অবস্থান আগেই পরিষ্কার করেছেন। জামায়াতকে দৈনিক তিনবার গালি না দিলে তাঁদের ঈমান পোক্ত হয় না। শাপলা চত্বরের শহীদদের রক্তে রঞ্জিত যে খুনীদের হাত, তারা আজ উনাদের বন্ধু।
বর্বর ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মাত্র দুটি ইসলামী সংগঠন- ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ঐক্যজোট।
কাফের ও মুসলমানদের দ্বন্ধে যাদের অবস্থান, বক্তব্য, কর্ম মুসলমানদের স্বার্থবিরোধী তাঁরা যত বড় বুযুর্গই হোক না কেন, তাঁদের নামায, রোযা, হজ্জ, যাকাত সহ যাবতীয় নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা তাদের ঈমানই গ্রহণযোগ্য নয়।
কারো সন্দেহ হলে পড়ে দেখুন- সূরা মুহাম্মাদ এর ২৯ হতে ৩৮ নং আয়াত।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1838/President/48935
কার ঈমান কতদূর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/84321
পীর মাজারীরা মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে লুটেপুটে হারাম উপার্জনে ব্যস্ত।
হেফাজতের শফী হুজুর তাঁদের অবস্থান আগেই পরিষ্কার করেছেন। জামায়াতকে দৈনিক তিনবার গালি না দিলে তাঁদের ঈমান পোক্ত হয় না। শাপলা চত্বরের শহীদদের রক্তে রঞ্জিত যে খুনীদের হাত, তারা আজ উনাদের বন্ধু।
বর্বর ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মাত্র দুটি ইসলামী সংগঠন- ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ঐক্যজোট।
কাফের ও মুসলমানদের দ্বন্ধে যাদের অবস্থান, বক্তব্য, কর্ম মুসলমানদের স্বার্থবিরোধী তাঁরা যত বড় বুযুর্গই হোক না কেন, তাঁদের নামায, রোযা, হজ্জ, যাকাত সহ যাবতীয় নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা তাদের ঈমানই গ্রহণযোগ্য নয়।
কারো সন্দেহ হলে পড়ে দেখুন- সূরা মুহাম্মাদ এর ২৯ হতে ৩৮ নং আয়াত।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1838/President/48935
কার ঈমান কতদূর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/84321
আজ মুসলমানরা শুধু শিখেছে দোয়া করতে। মনে হয় যেন এরা দোয়া করে নিরাপদে ঘরের মধ্যে আশ্রয় নেবে, আর আল্লাহপাক তাদের দোয়ার বরকতে ফেরেস্তা দিয়ে কাফের বা ইসলাম বিরোধী মুসলমান নামধারীদের শায়েস্তা করেবেন।
সে গুড়ে বালি। আল্লাহর সুন্নাত এটা নয় - হে মুসলমানেরা! তোমাদেরকে বুঝতে হবে। যদি তাই হতো হবে নবী করিম (সা) কে বদরের ময়দানে অসম যুদ্ধে অবতীর্ণ হতে হতো না। তাঁর চাইতে উত্তম আর কে আছে বা ছিল, যার দোয়া আল্লাহ করতে পারতেন?
আল্লাহপাক স্বয়ং কুরআনে ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, "তোমাদের কী হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোন বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও। [আন্ নিসাঃ ৭৫]" আর এভাবেই মুসলমানরা দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবে। আর যদি লড়াইয়ে না নামে তবে দুনিয়া ও আখেরাতে অপদস্ত হবে, যেভাবে এখন হচ্ছে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সব মুসলিম শাসক গোষ্ঠী ঐক্যবদ্ধ না হলে পরিনতি শেষ ছবিটার মত হবে। ধন্যবাদ আপনাকে
জানি না! তবুও যে মন মানছে না। টেলিভিশন আর অনলাইনে আমার ভাইদের লাশের চিত্র দেখবো আর আমি বসে থাকবো?
কিই বা আর করতে পারবো আমি?
আমাদের মুসলমান দের লিডাররা গদীতে বসে বসে ফলের রস খাবে আর লাশের সারী যখন বেড়ে যাবে তখন পারলে তীব্র নিন্দা জানাবে।।
আমাদের বা আর কি ক্ষমতা আছে?
সামান্য লিখার ক্ষমতা টুকু আছে।
আর দোয়া করে যাবো,,,,,,, হে আল্লাহ, রক্ষা করো আমার ভাই বোনদের।
রক্ষা করো আমার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের। ধংষ করে দাও জালিমদের।।।।।।
ধ্যপ্রাচ্যের বিশ ফোঁড়াটা বিষের লাগাম খুলে/
নরক প্রলয় আনলো গাজায় বজ্র ধ্বনি তুলে/
মার্টার শেলের তপ্ত আঁচে/
অগ্নিশীখার মত্ত নাচে/
হানলো আঘাত মানবতার মূল্যবোধের মূলে।
http://www.fazleelahi.com/archives/707
মন্তব্য করতে লগইন করুন