প্রফেসর মাহবুব উল্লাহ স্যারকে যেমন দেখেছি

লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৬:৩৯ রাত



প্রফেসর মাহবুব উল্লাহ স্যারকে কাছে থেকে বহু বার দেখছি। গ্রিন রোডের তার বাসায় গিয়েছি বহুবার । অমায়িক ভদ্র, শান্ত ও তুখড় মেধাবী আর পড়ুয়া একজন আপাদমস্তক গবেষক। দেশ, জাতীর জন্য সংগ্রাম তার বহুদিনের । প্রকাশ্যে স্বাধীনতার কথা বলার জন্য ৬৯-৭০ জেল খেটেছেন। ছিলেন, ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি। আজকে তার দোষ কি? তিনি রাজনীতিতে সক্রিয় না থেকেও দেশ, জাতী আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো তুলে ধরছেন যুক্তি দিয়ে। তাই এই মাটি, মানুসের দুশমন পাণ্ডা গুলো তার উপর ক্ষীপ্ত হবে এটাই স্বাভাবিক । কারন ঐ অন্ধকারের জীব গুলো যুক্তির কাছে পরাজিত । পেশী শক্তিই ওদের মুল চালিকাশক্তি। এরাই দেশের আরেক কৃতি বুদ্ধিজীবী প্রফেসর আফতাব আহমদ কে মেরে ফেলেছিল। পড়ুন এক প্রতক্ষ্যদর্শীর বর্ননায় তার উপর হামলার বিবরণ

Click this link

ফেসবুক থেকে

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264659
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩১
ফেরারী মন লিখেছেন : একজন শিক্ষকের উপর এরকম জঘন্য হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪০
208286
নিউজ ওয়াচ লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ
264660
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
মাজহারুল ইসলাম লিখেছেন : এরা শিক্ষকের মর্যাদা দিতে পারেন না এরা নাকি ডিজিটাল দেশ গড়বে! ডিজিটাল দেশ গড়ার আগে ডিজিটাল নাগরিক গড়তে হবে আর এই কাজ করে থাকেই শিক্ষকেরা। জঘন্য হামলার তীব্রনিন্দা জানাই।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪০
208287
নিউজ ওয়াচ লিখেছেন : জঘন্য হামলার তীব্রনিন্দা জানাই।
264684
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৮
বুড়া মিয়া লিখেছেন : ব্যাপারগুলো এতো বেশী ঘটছে যে, এসবের নিন্দা জানানোর ভাষাও হারিয়ে ফেলছি আমরা ধীরে ধীরে ...
264759
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File