প্রফেসর মাহবুব উল্লাহ স্যারকে যেমন দেখেছি
লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৬:৩৯ রাত

প্রফেসর মাহবুব উল্লাহ স্যারকে কাছে থেকে বহু বার দেখছি। গ্রিন রোডের তার বাসায় গিয়েছি বহুবার । অমায়িক ভদ্র, শান্ত ও তুখড় মেধাবী আর পড়ুয়া একজন আপাদমস্তক গবেষক। দেশ, জাতীর জন্য সংগ্রাম তার বহুদিনের । প্রকাশ্যে স্বাধীনতার কথা বলার জন্য ৬৯-৭০ জেল খেটেছেন। ছিলেন, ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি। আজকে তার দোষ কি? তিনি রাজনীতিতে সক্রিয় না থেকেও দেশ, জাতী আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো তুলে ধরছেন যুক্তি দিয়ে। তাই এই মাটি, মানুসের দুশমন পাণ্ডা গুলো তার উপর ক্ষীপ্ত হবে এটাই স্বাভাবিক । কারন ঐ অন্ধকারের জীব গুলো যুক্তির কাছে পরাজিত । পেশী শক্তিই ওদের মুল চালিকাশক্তি। এরাই দেশের আরেক কৃতি বুদ্ধিজীবী প্রফেসর আফতাব আহমদ কে মেরে ফেলেছিল। পড়ুন এক প্রতক্ষ্যদর্শীর বর্ননায় তার উপর হামলার বিবরণ
Click this link
ফেসবুক থেকে
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন