শক্তের ভক্ত নরমের জম-কথাটা ভাবুন Loser

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৬:৪৪ রাত





অনেক আগে একটা ছবি বের হয়েছিরো যার নাম "সত্যর মৃত্যু নাই" সেখানে একটা গান ছিলো "শক্তের ভক্ত নরমের জম"

ছবিটি দেখেন নাই আশাকরি কেউ নাই। Loser

আসলে কথাটা কিন্তু ফেলানো মতো নয়। খুবই যুক্তিযুক্ত কথা।

আপনি যদি শক্ত হন তাহলে আপনাকে সবাই সাবধানে কথা বলবে আর আপনি জদি নরম হন তাহলে আপনাকে অনেক ধরনের টিটকারী/ফান/ইনিয়ে বিনিয়ে বিভিন্ন বাজে কথা শুনতে হবে। Loser

তাই প্রথমেই উচিত কথা বলাই সমিচিন, তাতে করে সাবধানেই চলবে বাকিরা। Angel

============

আসলে ভুতের মুখে মুসলিম নাম কিন্তু মানায় না। আমি নরম স্বভাবের তাই আমাকে অনেক বাজে কথা শুনতে হবে, এটা হয় না।

আর যারা বাজে কথা বলবে তারা কি ভাবে নিজেকে মুসলিম ভাবে!! Loser মাথায় আসে না। Punch

তাই চরিত্র পরিবর্তন করা খুব জরুরী। Loser কেননা চরিত্র অমূল্য সম্পদ। ধরা পরলে আমি মুসলিম আমাকে আপনি এরখম বলতে পারেন না, আর নরম স্বভাবের মানুষকে জ্বালালে সেটা হয়ে যায় ফান। হায়রে নামধারী মুসলিম Oh go On

"ইয়া আইয়ুহাল লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা"

অর্থ: হে ইমানদার গন! আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।


তাই নিজেকে মুসলিম ভাবলে এখনি চরিত্র পরিবর্তন করা আমাদের জন্য জরুরী। Loser আপনি মুসলিম হয়ে এক বোনের ইজ্জত রক্ষ্যা করতে পারেন না আপনি কিসের মুসলিম At Wits' End

ব্লগটা হোক মুসলিম বোনদের জন্য অভয় আরন্য। এটাই প্রত্যাশা।

বিষয়: বিবিধ

২০৬৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264675
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
ফেরারী মন লিখেছেন : গ্রামে একটা কথা আছে " যে খাদ খোঁড়ে সেই সেই খাদে পড়ে"

আপনি নিজেই বিগত পোষ্টে উল্লেখ করেছিলেন যে ""আমরা সবাই জানি যে কিছু ব্লগার ব্লগটাকে মাতিয়ে রাখে দুষ্টমির মাধ্যমে এরা না থাকলেও ব্লগ চলবে তবে ব্লগে একঘেয়েমি কাটাতে একটু ফাজলামি করা কি অন্যায়???"

আমিতো ঠিক সেরকমই দুষ্টমি বা ফাজলামো করেছিলাম কিন্তু সেটা হয়তো আপনার কাছে সিরিয়াস মনে হয়েছে আমার কাছে হয়তো হয়নি। কিন্তু এটা নিয়ে এত মাতামাতি বোধহয় ঠিক হচ্ছে না। ব্লগে কেউ শক্ত নয় আবার কেউ নরমও নয়। কাউকে ভালো না লাগলে ব্লক করার অপশন আছে। যদি কোনো ব্লগার কাউকে বা কারো মন্তব্য অপছন্দ হয় তাহলে সে সেটা ব্যবহার করতে পারে। কিন্তু সেটা নিয়ে অন্য কেউ ব্যবসা করবে সেটা সহ্য করার মত নয়। আপনি করলে দুষ্টমি আর আমরা করলে আজেবাজে এবং মুসলমানিত্ব নিয়ে টানাটানি সেটা হতে দেওয়া হবে না। ব্লগ সবার, সবার সমান অধিকার আছে ব্লগিং করার. কারো ভালো না লাগলে ব্লগ ছেড়ে যাবে। কিন্তু কাউকে নিয়ে টানাহেচড়া করার সুযোগ দেয়া হবে না।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
208317
ইমরান ভাই লিখেছেন : "ইয়া আইয়ুহাল লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা"

অর্থ: হে ইমানদার গন! আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।
===
নিশ্চই আল্লাহ যানেন আপনার মনের কথা যে আপনি কি করেছেন।
এই ব্লগে সবাই আপনার মতো অতি চালাক নয় তাই হয়তো কোনটা ফাজলামি আর কোনটা ফাজলামি না সেটা বোঝে না।

যাকআর দলিল দিতে চাইনা। পোস্ট পরে সংশোধন হউন। আর আমার পোস্টে কিন্তু আপনার নাম নাই । পোস্টটি কিন্তু আম ভাবে খাসভাবে নয়। তাই গায়ে লাগিয়ে লাভ নাই।

আল্লাহর কাছে আপনার হিসাব আপনি দিবে আর আমার হিসাব আমি।

ব্লগ সবার, সবার সমান অধিকার আছে ব্লগিং করার. কারো ভালো না লাগলে ব্লগ ছেড়ে যাবে।


মডারেটরে মতো কথাবার্তা বেশ ভালই। Rolling on the Floor Rolling on the Floor
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৭
208320
ফেরারী মন লিখেছেন : আপনার এই অহেতুক বিতর্কমূলক এবং অমূলক পোষ্ট আমি গায়ে মাখছি না তবে আপনার বিগত পোষ্টের বেশীরভাগ স্ক্রীনশর্ট আমার আর এবেলাওবেলার প্রতিমন্তব্যটা নিয়ে যার ফলেই এটা নিয়ে আমি দুই একটি কথা বলছি। আপনি যেভাবে অব্যাহতভাবে জ্ঞান দেয়া শুরু করছেন তাতে অদূর ভবিষ্যতে আপনাকে না আবার পাবনায় রেখে আসতে হয়।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

যাহোক আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে অব্যাহতভাবে পরের বিষয়ে নাক গলানো বোধহয় দৃষ্টিকটূই লাগে। আমি আগেই বলেছি কাউকে ভালো না লাগলে ব্লক করে দিবে। সবার সবকিছু ভালো লাগবে ব্যাপারটা এরকম নয়।

ঘটনাটা এমন যে "যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপ্রতিবেশীর ঘুম নেই। ।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৩
208323
ইমরান ভাই লিখেছেন : হাহাহা.... সে পোস্টতো সরিয়েফেলেছেন । আসলে আপনারাই মডারেটর সেটা আমি বুঝতেই পারছি কেউ না বুঝলেও। Rolling on the Floor

যাক, জ্ঞান অর্জকের পাগল হয়না কিন্তু মেয়েদের পিছনে লেগে পাগল হওয়ার চান্স আছে।

আমাকে পাবনা যেতে হলে আপনারা তো সেখানেই শৃংখলে আবদ্ধহয়েই আছেন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
==================
কোন বোন যেন আর ভয় না পায় সেটাই আমার চাওয়। Angel
==================

(((আমার পোস্ট যদি নীতি লঙ্গনস করে, নাস্তিদের ইসলাম বিদ্ধেষী পোস্ট কেন ডিলিট করে না মডুরা, এবং বাজে কমেন্ট কারদের কেন ডিলেট করে না...... তাহলে কী এদেরকে মডুরা পোষে?)))
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
208328
ফেরারী মন লিখেছেন : আমি যদি মডু হতাম আপনার এই পোষ্টসহ আপনাকে আইপিসহ ব্যান করে দিতাম। Rolling on the Floor Rolling on the Floor আপনার হয়তো নলেজের কমতি আছে বলেই যাকে তাকে মডু মনে হয়।

যাক, জ্ঞান অর্জকের পাগল হয়না কিন্তু মেয়েদের পিছনে লেগে পাগল হওয়ার চান্স আছে।


আপনার এই কথাটা শুনে খুব দুঃখ পেলাম, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে (নিজের কৃতিত্ব জাহির করছি না) ৬ বছর পড়াশুনা করে, মেয়েদের নাড়ী নক্ষত্র (বাজেভাবে নিবেন না) জেনেও তাদের কখনো প্রেমের অফার দেইনি আর ব্লগে নাম না জানা, ধাম না জানা, একটা মেয়ের পিছে ঘুরবো। এটা আপনার মত হয়তো অল্প শিক্ষিত (বলতে বাধ্য) মানুষ ভাবতে পারে কিন্তু আমি পারি না।

আমার কথায় দুঃখ পেলে আমি কষ্ট পাবো।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩১
208333
ইমরান ভাই লিখেছেন : হাহাহা........Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor দেন না ক্যারে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

হাহাহা........Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
আসলেই আমি অল্প শিক্ষিত তাই হয়তো ফাজলামি আর সিরিয়াস বুঝিনা। Rolling on the Floor

সর্বচ্চ বিদ্যাপিট থেকে পাশ করছেন Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor তাই তো ব্যাবহারও সেরখম।

Rolling on the Floor Rolling on the Floor কথায় আছে ব্যাবহার নাকি বংশের পরিচয়। Rolling on the Floor Rolling on the Floor
264686
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৬
ইমরান ভাই লিখেছেন :
264687
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৯
বুড়া মিয়া লিখেছেন : কে? ফেরারী মটু নাকি?
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৫
208331
ইমরান ভাই লিখেছেন : হাহাহা........হতে কতোক্ষন। মডুরা আমাকে নোটিফিকেশন দিছে "অহেতুক পোস্ট" আর উপরেও কমেন্ট পাই "অহেতুক পোস্ট" Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আল্লাহু আলাম।
264691
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩০
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor =)
আপনার পোস্টে যতই আসছি এবং মন্তব্যগুলো পড়ছি আমি ততই জানতে পারছি আপনার নলেজের পরিধি। তাই বলি কোনো ব্যক্তিত্বসম্পন্ন পার্সন এভাবে অপরের বিষয়ে নাক গলাবে না। Liar Liar Liar Liar Liar
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৬
208336
ইমরান ভাই লিখেছেন : ভালো করে রেড লাইন গুলো পড়ুন আর ভাবুন আপনি কেমন মুসলিম। হাহাহা... Big Grin

চিন্তা করেন আপনার ব্যাক্তিত্ব!! Rolling on the Floor Rolling on the Floor
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৫
208343
ফেরারী মন লিখেছেন : আপনার মত মুর্খ লোকজন যে সেটা বাজেভাবে নিবে সে জন্যই বোঝার স্বার্থে ক্যাপশনে উল্লেখ করে দিয়েছিলাম। কিন্তু সেটাকেও আপনি বাজেভাবে নিয়েছেন। কাজেই আপনার ক্যারেক্টার সম্পর্কে বুঝতে আমার আর বাকি নেই। আপনি যে আসলেই দুই একটা কুরআনের আয়াত পড়ে (হয়তো নেট থেকে কপি মেরে) কাঠমোল্লা সেজেছেন সেটা পরিস্কার।

আমার আর কিছু বলার নেই।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৫
208349
ইমরান ভাই লিখেছেন : হাহাহা......যাক সত্য দেখালে রাগ উঠবেই সেটাই স্বাভাবীক। আপনার কথায় আপনি ধরাখাইছেন আমার কি। Rolling on the Floor Rolling on the Floor

পড়ছেন তো সর্বচ্চ বিদ্যাপিটে Rolling on the Floor তাই এই অবস্থা। Rolling on the Floor

যাক, সম্মানকরতে শিখুন সেই গর্ভকে যেখান থেকে আপনি জন্ম নিয়েছেন। আর অহংকার ত্যাগ করুন। Love Struck
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৮
208351
ইমরান ভাই লিখেছেন : ও একটা কথা ভুলে গেছিলুম বলতে...
কোরআন ও হাদীস কতটুকু জাননে যানাতে ভুলবেন না। Love Struck কেননা জ্ঞানবানরা জ্ঞান নিয়ে অহংকার করে না তাই জানতে চাইলুম Love Struck
264717
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আবু জান্নাত লিখেছেন : সালাম ইমরাম ভাই, আপনি সাইনবোর্ড লাগালেন, "ব্লগ হোক মুসলিম বোনদের জন্য অভয় অরন্য এটাই প্রত্যাশা" একজন মুসলিম ভাই মুসলিম বোনের জন্য এটা প্রত্যাশা করাটা যৌতিক, কিন্তু যদি মুসলিম বোনের মন খারাপ কেন জানতে চেয়ে নিজের ব্যাক্তিগত ই-মেইল দেওয়া হয়, একান্তভাবে যোগাযোগ করার জন্য, তখন কি আর অভয়ারন্য থাকে ?
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩১
208381
সত্যলিখন লিখেছেন : এই ব্লগ টা একটা পরিবারের মত ।তাই এখানে আমরা কেউই কারো শত্রু বা বিপক্ষের কেউ নয়। সব ভুলে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চলুন ।



আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৮
208428
ইমরান ভাই লিখেছেন : হ্যা অভয় অরন্য থাকে জদি সঠিক ভাবেই সত্যিকারের মুসলিম হওয়া যায়। আশাকরি বুঝছেন।
264719
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৮
সত্যলিখন লিখেছেন :

১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৭
208433
ইমরান ভাই লিখেছেন :

সবাইযদি সঠিক ভাবে আল্লাহকে ভয় করা মুসলিম হতো তাহলে কতইনা ভালোহতো।

নামধারী মুসলিমদের কে আল্লাহ মুসলিম হবার তাওফিক দিন আমীন।
264736
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৪
মনসুর আহামেদ লিখেছেন : আমি সত্যলিখন আপুর সাথে একমত।
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৮
208380
সত্যলিখন লিখেছেন :

আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
১৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
208445
ইমরান ভাই লিখেছেন :
265168
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪০
পবিত্র লিখেছেন : ব্লগটা হোক মুসলিম বোনদের জন্য অভয় আরন্য। এটাই প্রত্যাশা।
Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৩
208932
ইমরান ভাই লিখেছেন : Day Dreaming Day Dreaming Big Grin Big Grin এটাই প্রত্যাশা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File