শক্তের ভক্ত নরমের জম-কথাটা ভাবুন
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৬:৪৪ রাত
অনেক আগে একটা ছবি বের হয়েছিরো যার নাম "সত্যর মৃত্যু নাই" সেখানে একটা গান ছিলো "শক্তের ভক্ত নরমের জম"
ছবিটি দেখেন নাই আশাকরি কেউ নাই।
আসলে কথাটা কিন্তু ফেলানো মতো নয়। খুবই যুক্তিযুক্ত কথা।
আপনি যদি শক্ত হন তাহলে আপনাকে সবাই সাবধানে কথা বলবে আর আপনি জদি নরম হন তাহলে আপনাকে অনেক ধরনের টিটকারী/ফান/ইনিয়ে বিনিয়ে বিভিন্ন বাজে কথা শুনতে হবে।
তাই প্রথমেই উচিত কথা বলাই সমিচিন, তাতে করে সাবধানেই চলবে বাকিরা।
============
আসলে ভুতের মুখে মুসলিম নাম কিন্তু মানায় না। আমি নরম স্বভাবের তাই আমাকে অনেক বাজে কথা শুনতে হবে, এটা হয় না।
আর যারা বাজে কথা বলবে তারা কি ভাবে নিজেকে মুসলিম ভাবে!! মাথায় আসে না।
তাই চরিত্র পরিবর্তন করা খুব জরুরী। কেননা চরিত্র অমূল্য সম্পদ। ধরা পরলে আমি মুসলিম আমাকে আপনি এরখম বলতে পারেন না, আর নরম স্বভাবের মানুষকে জ্বালালে সেটা হয়ে যায় ফান। হায়রে নামধারী মুসলিম
"ইয়া আইয়ুহাল লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা"
অর্থ: হে ইমানদার গন! আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।
তাই নিজেকে মুসলিম ভাবলে এখনি চরিত্র পরিবর্তন করা আমাদের জন্য জরুরী। আপনি মুসলিম হয়ে এক বোনের ইজ্জত রক্ষ্যা করতে পারেন না আপনি কিসের মুসলিম
ব্লগটা হোক মুসলিম বোনদের জন্য অভয় আরন্য। এটাই প্রত্যাশা।
বিষয়: বিবিধ
২০৬৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি নিজেই বিগত পোষ্টে উল্লেখ করেছিলেন যে ""আমরা সবাই জানি যে কিছু ব্লগার ব্লগটাকে মাতিয়ে রাখে দুষ্টমির মাধ্যমে এরা না থাকলেও ব্লগ চলবে তবে ব্লগে একঘেয়েমি কাটাতে একটু ফাজলামি করা কি অন্যায়???"
আমিতো ঠিক সেরকমই দুষ্টমি বা ফাজলামো করেছিলাম কিন্তু সেটা হয়তো আপনার কাছে সিরিয়াস মনে হয়েছে আমার কাছে হয়তো হয়নি। কিন্তু এটা নিয়ে এত মাতামাতি বোধহয় ঠিক হচ্ছে না। ব্লগে কেউ শক্ত নয় আবার কেউ নরমও নয়। কাউকে ভালো না লাগলে ব্লক করার অপশন আছে। যদি কোনো ব্লগার কাউকে বা কারো মন্তব্য অপছন্দ হয় তাহলে সে সেটা ব্যবহার করতে পারে। কিন্তু সেটা নিয়ে অন্য কেউ ব্যবসা করবে সেটা সহ্য করার মত নয়। আপনি করলে দুষ্টমি আর আমরা করলে আজেবাজে এবং মুসলমানিত্ব নিয়ে টানাটানি সেটা হতে দেওয়া হবে না। ব্লগ সবার, সবার সমান অধিকার আছে ব্লগিং করার. কারো ভালো না লাগলে ব্লগ ছেড়ে যাবে। কিন্তু কাউকে নিয়ে টানাহেচড়া করার সুযোগ দেয়া হবে না।
অর্থ: হে ইমানদার গন! আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।
===
নিশ্চই আল্লাহ যানেন আপনার মনের কথা যে আপনি কি করেছেন।
এই ব্লগে সবাই আপনার মতো অতি চালাক নয় তাই হয়তো কোনটা ফাজলামি আর কোনটা ফাজলামি না সেটা বোঝে না।
যাকআর দলিল দিতে চাইনা। পোস্ট পরে সংশোধন হউন। আর আমার পোস্টে কিন্তু আপনার নাম নাই । পোস্টটি কিন্তু আম ভাবে খাসভাবে নয়। তাই গায়ে লাগিয়ে লাভ নাই।
আল্লাহর কাছে আপনার হিসাব আপনি দিবে আর আমার হিসাব আমি।
মডারেটরে মতো কথাবার্তা বেশ ভালই।
যাহোক আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে অব্যাহতভাবে পরের বিষয়ে নাক গলানো বোধহয় দৃষ্টিকটূই লাগে। আমি আগেই বলেছি কাউকে ভালো না লাগলে ব্লক করে দিবে। সবার সবকিছু ভালো লাগবে ব্যাপারটা এরকম নয়।
ঘটনাটা এমন যে "যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপ্রতিবেশীর ঘুম নেই। ।
যাক, জ্ঞান অর্জকের পাগল হয়না কিন্তু মেয়েদের পিছনে লেগে পাগল হওয়ার চান্স আছে।
আমাকে পাবনা যেতে হলে আপনারা তো সেখানেই শৃংখলে আবদ্ধহয়েই আছেন।
==================
কোন বোন যেন আর ভয় না পায় সেটাই আমার চাওয়।
==================
(((আমার পোস্ট যদি নীতি লঙ্গনস করে, নাস্তিদের ইসলাম বিদ্ধেষী পোস্ট কেন ডিলিট করে না মডুরা, এবং বাজে কমেন্ট কারদের কেন ডিলেট করে না...... তাহলে কী এদেরকে মডুরা পোষে?)))
আপনার এই কথাটা শুনে খুব দুঃখ পেলাম, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে (নিজের কৃতিত্ব জাহির করছি না) ৬ বছর পড়াশুনা করে, মেয়েদের নাড়ী নক্ষত্র (বাজেভাবে নিবেন না) জেনেও তাদের কখনো প্রেমের অফার দেইনি আর ব্লগে নাম না জানা, ধাম না জানা, একটা মেয়ের পিছে ঘুরবো। এটা আপনার মত হয়তো অল্প শিক্ষিত (বলতে বাধ্য) মানুষ ভাবতে পারে কিন্তু আমি পারি না।
আমার কথায় দুঃখ পেলে আমি কষ্ট পাবো।
হাহাহা........
আসলেই আমি অল্প শিক্ষিত তাই হয়তো ফাজলামি আর সিরিয়াস বুঝিনা।
সর্বচ্চ বিদ্যাপিট থেকে পাশ করছেন তাই তো ব্যাবহারও সেরখম।
কথায় আছে ব্যাবহার নাকি বংশের পরিচয়।
আপনার পোস্টে যতই আসছি এবং মন্তব্যগুলো পড়ছি আমি ততই জানতে পারছি আপনার নলেজের পরিধি। তাই বলি কোনো ব্যক্তিত্বসম্পন্ন পার্সন এভাবে অপরের বিষয়ে নাক গলাবে না।
চিন্তা করেন আপনার ব্যাক্তিত্ব!!
আমার আর কিছু বলার নেই।
পড়ছেন তো সর্বচ্চ বিদ্যাপিটে তাই এই অবস্থা।
যাক, সম্মানকরতে শিখুন সেই গর্ভকে যেখান থেকে আপনি জন্ম নিয়েছেন। আর অহংকার ত্যাগ করুন।
কোরআন ও হাদীস কতটুকু জাননে যানাতে ভুলবেন না। কেননা জ্ঞানবানরা জ্ঞান নিয়ে অহংকার করে না তাই জানতে চাইলুম
আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
সবাইযদি সঠিক ভাবে আল্লাহকে ভয় করা মুসলিম হতো তাহলে কতইনা ভালোহতো।
নামধারী মুসলিমদের কে আল্লাহ মুসলিম হবার তাওফিক দিন আমীন।
আসুন আমাদের দাম্পত্ত জীবনটা মধুময় করতে চেষ্টা করি।
Click this link
মন্তব্য করতে লগইন করুন