আমার যত আন্দোলন যত সংগ্রাম সব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে; আমি এর বদলা কেবল তাঁর কাছেই আশা করি..... আহমদ শফী
লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ জুন, ২০১৩, ০৩:৫৪:৪৪ দুপুর
হাটহাজারী মাদরাসায় আখেরী বয়ান : আল্লামা হযরত আহমদ শফী (দা.বা.)
*আমি জানি না আমার হায়াত আর কতোদিন আছে! যেকোনো সময় আপনারা আমার মৃত্যুসংবাদ শুনতে পারেন; আমি আপনাদের কাছে কিছুই চাই না! শুধু পড়বেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এবং নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আমার রুহের মাগফিরাত কামনা করবেন। আমার যত আন্দোলন যত সংগ্রাম সব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে; আমি এর বদলা কেবল তাঁর কাছেই আশা করি.....
*যে দুই হাজার ছাত্র এ বৎসর দাওরা হাদীস শেষ করে আগামী বৃহস্পতিবার চলে যাচ্ছেন, যাবার আগে নিজের বুকে পাঁচ মিনিট হাত রেখে একটু চিন্তা করবেন, আমি কেনো এসেছিলাম? কী করেছি? কী নিয়ে যাচ্ছি? মাদরাসায় ভর্তি হওয়ার আগে আমি কেমন ছিলাম? এখন কিছুটা পরিবর্তন এসেছে কিনা? আমি আল্লাহকে কতটুকুসন্তুষ্ট করতে পেরেছি? ভবিষ্যতে আমি আমার শিক্ষারউপর কতটুকু অটল থাকতে পারবো!
*জেনে রাখবেন, এতোদিন আমাদের ছত্রছায়ায় ছিলেন এখন আপনি স্বাধীন! এতোদিন কোনো সমস্যায় পড়লে আমাদের কাছে ছুটে আসতেন এখন সব সমস্যার মোকাবেলা আপনার নিজেরই করতে হবে ..
*কোরআন সুন্নাহর উপর অটল থাকবেন, বিদআত রুসুমাত করবেন না।
*দুনিয়ার লোভ লালসায় পড়ে দ্বীনকে ভুলে যাবেন না...
*নিজের শিক্ষা আদর্শ সারা জীবন নিজের মধ্যে লালন করবেন,
Click this link
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন