সুন্দরী সাজাতে

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১৯ জুন, ২০১৩, ০৩:৪০:৪১ দুপুর

তুমি প্রিয়া আমার

সারা জাহানের সেরা সুন্দরী

আমার এ চোখ বলে সুন্দরী

আমার এ মন বলে সুন্দরী

আমার সমস্ত অস্তিত্ব বলে সুন্দরী

তুমি সুন্দরী সেরা সুন্দরী।

Good Luck Good Luck Good Luck

তোমাকে সাজাতে আমি

মিল্কওয়ে গ্লাক্সি থেকে সূর্যটাকে

এক হ্যাচকাটানে তুলে এনে

তার দিপ্তিটুকু অমলিন রেখে

সমস্ত উত্তাপটুকু নিঃশেষ করে

আরব্য উপন্যাসের মোস্তফাকে দিয়ে

তোমার গায়ের পোষাক বানিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বিজলীটাকে

আস্ত তুলে এনে ফিতার মত

তোমার দীঘল কালো কেশের

বটা বেণীতে জরিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

কৃষ্ণ গহব্বরের সমস্ত কালোকে

কাজল করে

তোমার মায়াবী হরিণ চোখে

কাজল এক দেব।

Good Luck Good Luck Good Luck

সূর্যদয়ের অথবা সূর্যাস্তের সময়

সূর্যের বুকের সমস্ত লালটুকু এনে

তোমার পেলব দুটি ঠোঠ

রাঙ্গিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

আকাশের বুক থেকে

ঈগল পাখির শিকারের মত

শুকতারাটাকে তুলে এনে

তোমার কপালে টিপ পরিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

সাঝের বেলার আকাশ থেকে সমস্ত রংটুকু

বাগদাদের চোরের মত চুরি করে এনে

মেকাপের রংয়ের মত

তোমার কপোলে লাগিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

হিমালয়ের সবচেয়ে সুরেলা ঝর্ণটাকে

আলতো করে তুলে এনে

নুপুর বানিয়ে

তোমার দুটি রাঙ্গা পায়ে পরিয়ে দেব।

Good Luck Good Luck Good Luck

কারুন অথবা তার চেয়েও ধনী

কোন মহাজনে অথবা স্বয়ং ঈশ্বরের কাছে

এই পৃথিবীটাকে বিকিয়ে দিয়ে

যে প্রসাধনী ব্যবহার করে স্বর্গের সেরা হুরপরি

স্বর্গের সে প্রসাধনী এনে তোমায় মেখে দেব।

Good Luck Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File