সুন্দরী সাজাতে
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১৯ জুন, ২০১৩, ০৩:৪০:৪১ দুপুর
তুমি প্রিয়া আমার
সারা জাহানের সেরা সুন্দরী
আমার এ চোখ বলে সুন্দরী
আমার এ মন বলে সুন্দরী
আমার সমস্ত অস্তিত্ব বলে সুন্দরী
তুমি সুন্দরী সেরা সুন্দরী।
তোমাকে সাজাতে আমি
মিল্কওয়ে গ্লাক্সি থেকে সূর্যটাকে
এক হ্যাচকাটানে তুলে এনে
তার দিপ্তিটুকু অমলিন রেখে
সমস্ত উত্তাপটুকু নিঃশেষ করে
আরব্য উপন্যাসের মোস্তফাকে দিয়ে
তোমার গায়ের পোষাক বানিয়ে দেব।
মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বিজলীটাকে
আস্ত তুলে এনে ফিতার মত
তোমার দীঘল কালো কেশের
বটা বেণীতে জরিয়ে দেব।
কৃষ্ণ গহব্বরের সমস্ত কালোকে
কাজল করে
তোমার মায়াবী হরিণ চোখে
কাজল এক দেব।
সূর্যদয়ের অথবা সূর্যাস্তের সময়
সূর্যের বুকের সমস্ত লালটুকু এনে
তোমার পেলব দুটি ঠোঠ
রাঙ্গিয়ে দেব।
আকাশের বুক থেকে
ঈগল পাখির শিকারের মত
শুকতারাটাকে তুলে এনে
তোমার কপালে টিপ পরিয়ে দেব।
সাঝের বেলার আকাশ থেকে সমস্ত রংটুকু
বাগদাদের চোরের মত চুরি করে এনে
মেকাপের রংয়ের মত
তোমার কপোলে লাগিয়ে দেব।
হিমালয়ের সবচেয়ে সুরেলা ঝর্ণটাকে
আলতো করে তুলে এনে
নুপুর বানিয়ে
তোমার দুটি রাঙ্গা পায়ে পরিয়ে দেব।
কারুন অথবা তার চেয়েও ধনী
কোন মহাজনে অথবা স্বয়ং ঈশ্বরের কাছে
এই পৃথিবীটাকে বিকিয়ে দিয়ে
যে প্রসাধনী ব্যবহার করে স্বর্গের সেরা হুরপরি
স্বর্গের সে প্রসাধনী এনে তোমায় মেখে দেব।
বিষয়: সাহিত্য
১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন