Freelancing (ফ্রীল্যান্সিং)

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০৫ এপ্রিল, ২০১৪, ১০:৩১:৪৪ রাত

ফ্রীল্যান্সিং কি ?

বর্তমান সময়ে ফ্রীল্যান্সিং শব্দটি কারই অজানা নেই । ফ্রীল্যান্সিং বলতে আমরা মূলত আমাদের স্বাভাবিক কাজের পাশাপাশি অনলাইন এ একটি বাড়তি উপার্জনের উৎস তৈরী করাকেই নির্দেশ করি ।

ফ্রীল্যান্সিং কারা করে ?

চাকরিজীবি , ছাত্র-ছাত্রী , গৃহিনী , বেকার সকলে নির্বিশেষে এটি করতে পারে ।

কেন ফ্রীল্যান্সিং করবেন?

অবসর সময়কে নষ্ট না করে ঘরে বসে বিনা পুঁজিতে অথবা স্বল্প পুঁজিতে গ্রহণযোগ্য আয় করাই ফ্রীল্যান্সিং এর মূল সুবিধা ।



ফ্রীল্যান্সিং এর জন্য কি প্রয়োজন ?


একটি কম্পিউটার , ইন্টারনেট সংযোগ ও ক্ষেত্রবিশেষে স্বল্প কিছু পুঁজি । এছাড়াও , কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা এবং সাধারণ ইংরেজি জ্ঞান (পড়ে বোঝার ও লিখার ক্ষমতা) থাকা প্রয়োজন ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন Click this link

বিষয়: বিবিধ

১৬৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203010
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫১
ভিশু লিখেছেন : ক্যাম্পেইনে যাবেন্নাকি আবার?!
Chatterbox Happy Good Luck
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
152425
ভিশু লিখেছেন : স্যরি, ডক্টর...Sad
অন্য পোস্টের মন্তব্যটি এখানে করা হয়ে গেছে! মুছে দিবেন, প্লিজ...Tongue
203014
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৪
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো শেয়ারটি...Happy Good Luck
203030
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম.. তো একটা ফ্রি ল্যান্সারের কাজ দিননা আমাকে। বেকার ভাই Sad Sad Sad
203089
০৬ এপ্রিল ২০১৪ রাত ০১:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
203118
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৪
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File