বোরখা ফেলে এগিয়ে আসো মেয়েরাঃ সাজেদা; তারে কি কিছু কইবেন?
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৫ এপ্রিল, ২০১৪, ১১:০৩:০৯ রাত
আপনারা কি কিছু কইবেন ওনারে??????
এই সমাজকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ উভয়কেই একযোগে কাজ করতে হবে। এ জন্য নেকাব, বোরখা ছুঁড়ে ফেলে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।Click this link
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাদের মন মানসিকতা কোথায় নামছে বিবেচনা করছেন?
ভালো হয়েছে- শেখ হাসিনা।
[২] বোরকার ব্যবহার ৫০০% বেড়ে গেছে, বন্ধ
করতে হবে- সজিব ওয়াজেদ জয়।
[৩] কোরআনের তাফসিরের প্রকাশনা বন্ধ করতে হবে-
সরকারী ডিজি।
[৪] আগামীতে ক্ষমতায় এলে ধর্মের ছায়াটুকুও
মুছে ফেলা হবে- সাজেদা চৌধুরী।
[৫] ধর্ম হল নেশার মত- আব্দুল লতিফ।
[৬] রাসুল (সাঃ)-কে কটুক্তি করা স্বাভাবিক বিষয়, এ
নিয়ে হৈচৈ করা ঠিক নয়- তথ্যমন্ত্রী ইনু।
[৭] রাসুল (সাঃ) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন-ধর্ম প্রতিমন্ত্রী।
[৮] রাসুল (সাঃ) ধর্মনিরপেক্ষ ছিলেন- এমপি বাদল।
[৯] তথাকথিত আল্লাহর শাসন দিয়ে কিছু হবেনা- সৈয়দ
আশরাফ।
[১০] গ্রাম - গঞ্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে-
পঙ্কজ ভট্টাচার্য।
[১১] মেয়েদেরকে বোরকার হাত
থেকে রক্ষা করতে হলে, তাদের নাচগান
শিক্ষা দিতে হবে- হাসান মাহমুদ।
[১২] আগামীবার ক্ষমতায় আসলে রাষ্ট্রধর্ম ইসলামও
তুলে দেব- সুরঞ্জিত সেন।
[১৩] সেনাবাহিনীতে কওমী মাদ্রাসার ছেলে বেড়ে গেছে - সজিব ওয়াজেদ জয়।
[১৪] ২৫ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দু
প্রধানমন্ত্রী চাই- সজিব ওয়াজেদ জয়।
[১৫] সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত
করতে হবে- সজিব ওয়াজেদ জয়।
[১৬] কুৎসিত চেহারা ঢাকতেই মেয়েরা বোরকা পরে-
ডেপুটি স্পীকার, শওকত আলী।
[১৭] আমি মুসলিমও নই হিন্দুও নই- সৌয়দ আশরাফ।
[১৮] বঙ্গবন্ধু মদ - জুয়া হারাম করেছেন- নৌ-
মন্ত্রী শাহজাহান।
[১৯] কওমী মাদ্রাসার ছেলেরা কিচ্ছু জানেনা, উজবুক, এরা শুধু মুখস্থই করে- অর্থমন্ত্রী মুহিত।
[২০] কওমি মাদ্রাসাগুলো জঙ্গী প্রজনন কেন্দ্র -
আইনমন্ত্রী শফিক।
[২১] ইসলামিক ফাউন্ডেশনের ডিজি- শামীম
আফজল, সে ইমাম প্রশিক্ষণ সম্মেলনে নাচ- গানের
জলসার আয়োজন করেছে এবং তথায় বলেছে যে" ইসলামেই এত সন্ত্রাসী আছে,
অন্য ধর্মে কোন সন্ত্রাসী নেই"।
[২২] সাভারের ঘটনা ও হলমার্ক কেলেংকারী কিছুই
না- আবুল মাল মুহিত।
[২৩] সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না- কবির
চৌধুরী।
[২৪] মাদ্রাসাগুলো জংগি তৈরী করে-শাহবাগ চত্বর।
[২৫] হেফাজতের ১৩ দাবি সংবিধানের
সাথে সাংঘর্ষিক বিধায় মানা যাবেনা (অথচ তা নয়) - দিপু মনি।
এসব গন্ডরা এত বেশী ইসলাম বিদ্বেষী কেন?
মন্তব্য করতে লগইন করুন