লেখাটি পড়ে আমাকে জ্ঞাণী ভেবে কেউ মনে কোন সন্দেহ করবেন না। কারন আমি নিজেকে জ্ঞাণী মনে করিনা; আমি সেষ্টা করছি সচেতন করতে মানুষকে......
লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ এপ্রিল, ২০১৩, ০১:৪৫:২৭ রাত
কিছু ছোট ছোট ভুল-
বড় ক্ষতি করবে শেষ বিচারের দিন,
আমরা ছোট ছোট আদেশ মেনে
আল্লাহ্'র কাছে রাখতে পারি ঋণ!
ঋণ! ঋণ মানে নিজের জন্য
অর্জন করা নেক আমল,
ছোট ছোট অর্জন গুলো
আখেরাতে আমাদের করবে সফল।
সফলতার জন্য আমাদের-
একটু খেয়ালই যটেষ্ট,
খেয়ালহীন হলেই পেতে হবে
জাহান্নামের জ্বলন্ত কষ্ট।
যেমন আমাদের কাপড়
পরা চাই টাকনুর উপর,
আমরা জানিনা বলেই
প্রতি দিন গড়ছি গুনার পহাড়।
তাই জানার জন্য জনাবার জন্য
সকলের থাকা চাই সেষ্টা,
তবেই গুনা থেকে বাঁচবে
ভাই, বন্ধু, দেশ এবং বিশ্বটা।
সকলের চেষ্টা থাকা চাই
জান্নাত অভিমুখে পথ চলার,
তবেই জিতব আমরা
রুখে দিয়ে হার।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লেখাটি পড়ে আমাকে জ্ঞাণী ভেবে কেউ মনে
কোন সন্দেহ করবেন না।
কারন আমি নিজেকে জ্ঞাণী মনে করিনা,,
আমি সেষ্টা করছি সচেতন করতে মানুষকে।
আমার ভুল হতে পারে ভুল দেখলে আমাকে জানিয়ে
আমার এই ক্ষুদ্র ছেষ্টায় সহযোগিতা করবেন।
ধন্যবাদ সবাইকে।
বিষয়: সাহিত্য
২২১২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন