উনার জন্যে ডিজিটাল দোয়া মাহফিল চলছে। আসুন, শরীক হউন।
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ৩০ মার্চ, ২০১৩, ০৪:২৪:৩১ রাত
ইয়া আল্লাহ, আমরা অনেকেই আজ এই ডিজিটাল দোয়া মাহফিলে বসেছি। এই মোবারক মাহফিলকে তুমি কবুল কর।
আমীন
উনাকে তুমি তোমার খাটি বান্দী হিসাবে কবুল কর।
আমীন
দ্বীনের জন্যে ও দেশের জন্যে মায়া মহব্বত আরো বাড়িয়ে দাও।
আমীন
উনাকে তোমার ও তোমার নবী (স) এর দেখানো সোজা পথে চলার তৌফিক দাও।
আমীন
উনার চারপাশের লোকগুলোকেও সেই পথে চলার তৌফিক দাও।
আমীন
এই সোনার দেশটা যেন বিক্রিত না হয়ে যায়, সেই ব্যবস্থা করে দাও।
আমীন
উনাকে একজন খাটি দেশ প্রেমিকা হিসাবে কবুল কর।
আমীন।
ইয়া আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত কর।
আমীন
আমাদের স্বাধীনতা আজ মারাত্মকভাবে বিপন্ন। উনাকে এই কথাটা ভালো করে বুঝার তৌফিক দান কর।
আমীন
ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে আগে ভালো 'মানুষ' বানাও।
আমীন
ইয়া আল্লাহ, আরো কত কিছু তোমার কাছে চাওয়ার ছিলো, কিন্তু সাহসে তো আর কুলায় না। না জানি কি বেয়াদবী করে ফেলি।
উনার জন্যে এই যে দোয়াটুকু করলাম তাও যদি কবুল কর, আমরা হব অনেক কৃতজ্ঞ।
ইয়া আল্লাহ ভুল হলে উনিও যেন আমাদেরকে মা'ফ করে দেন এবং তুমিও মাফ করে দাও।
আমীন
আর উনাকেও মা'ফ করে দাও।
আমীন
আল্লাহুম্মাহ সাল্লি আলা মুহাম্মাদিও অয়ালা আলি মুহাম্মাদিও অবারিক ওসাল্লিম।
বিষয়: বিবিধ
১৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন