বাংলাদেশের স্বাধীনতা সকল বাংলাদেশীর, শুধু কোন দল বা ব্যক্তির নয়। তাই তা নিয়ে গর্ব করার অধিকার সকলের সমান

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৬ মার্চ, ২০১৩, ০৩:০৬:৪৬ দুপুর

বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের অর্জন।

আমাদের স্বাধীনতা আমাদের প্রাণ।

এই স্বাধীনতা সকল বাংলাদেশীর।

এই স্বাধীনতা নিয়ে গর্ব করার অধিকার সবার।

এই দিন উদযাপন করবে সকল নাগরিক।

কারণ বাংলাদেশ শুধু নির্দিষ্ট কোন ব্যক্তি বা দলের নয়, এটা সবার।

যদি কেউ গর্বভরে এই দেশের স্বাধীনতা দিনে আনন্দ করতে চায় তাতে সকলেই খুশী হয়ে মিলেমিশে একাকার হতে হবে।

স্বাধীনতা দিনের মহান বাণী হলোঃ

এই দেশ তোমার-আমার-সকলের; মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ইহুদী সবার বাংলাদেশ।

আমরা সবাই মিলে-মিশে এক সাথে গড়তে চাই সোনার বাংলাদেশ।

সাত-সমুদ্র তের নদীর পারে বসেও এই দেশকে ভালোবাসি, ভালোবাসি দেশের মাটি ও মানুষকে।

তাই সবাইকে জানাই স্বাধীনতার অভিনন্দন।

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File