ইসলামকে এতো ভালোবাসি কেন?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৪ মার্চ, ২০১৩, ১১:৫৫:৫৭ রাত
আমাদের আশে পাশে, চারিদিকে ইসলামকে নিয়ে মানুষের যত বাজে কথা, গালাগালি!! কতো লোক কতো ভাবে ইসলামকে অপমান করছেন, কতো ভালো মুসলমানকে গালি দিচ্ছেন। তারপরও আমরা ইসলামকে ভালোবাসি, খুউব ভালোবাসি, পরম যত্ন দিয়ে গভীর ভাবে ভালোবাসি।
ওরা ইসলামের এতো বিরুদ্ধে বলছে, তারপরও আমরা কেন এতো ভালোবাসি ইসলামকে?
যারা ইসলামের বিরুদ্ধে বলছেন তারা তো নিজেরা ইসলামকে মন দিয়ে জানেন নি কোনদিন।
তারা তো ইসলামকে খোলা মনে বুঝার চেষ্টা করেন নি কোন দিন।
তারা তো কোন দিন মনের চরম আকুতি দিয়ে ইসলামকে পালন করেন নি কোন দিন।
তারা কি নিজকে পরিপূর্ণভাবে সঁপে দিয়ে মহান আল্লাহ পাকের সামনে দাড়িয়েছেন কোন দিন?
তারা কি কোন দিন অর্থবুঝে আল্লাহ পাকের কথা আল-কোর আনকে পড়ে দেখেছেন?
তারা কি পৃথিবীর সেরা মানব মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স) এর জীবনীটাকে একবার নিরপেক্ষ মন নিয়ে পড়ে দেখেছেন?
আমরা আল্লাহ পাকের যত কাছে আসারা চেষ্টা করেছি, জীবনের মর্ম ততো পরিস্কার ভাবে বুঝতে পেরেছি।
জীবনের সব কিছু ফেলে যখন আল্লাহ পাকের কাছে ছুটে এসেছি, মনের মাঝে খুঁজে পেয়েছি সেই অকল্পণীয় শান্তির স্বাদ।
যত গভীর ভাবে কোর আন কে বুঝে পড়ার চেষ্টা করেছি এই জীবনের মহা সত্যগুলো ততো আলোকিতভাবে উপলবদ্ধি করেছি।
কোর আনটা বুঝে একটু পড়ে যখন বুকে জড়িয়ে ধরি তখন অনুভব করি, এই ধরায় তার চেয়ে মহাশান্তির আর কিছুই নেই।
সত্যিকারের ইসলাম আমাদেরকে করেছে প্রকৃত 'মানুষ'। কারণ ইসলামকে পাশ কাটিয়ে যারা মানুষ হতে চেয়েছেন তাদের মনুষ্যত্বের চেতনায় আছে অনেক বৈপরিত্য। ইসলামের ছায়াতলে এসে আমরা সেই দ্বৈততা হতে একেবারেই মুক্ত। ইসলাম আমাদেরকে অপকট মানুষ বানিয়েছে।
তাই, তোমরা আমাদের ঘৃণা করলেও আমরা তোমাদেরকে কোন দিন ঘৃণা করি না। এ কথা তোমাদেরকে বলার পরও তোমরা আমাদের সাথে পশুর মত আচরণ কর। আমরা মানুষ, তোমরা না চাইলেও, তাই তোমাদের সাথে আমরা মানুষ হয়েই চলতে চাই। এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রতিটা পদে।
ইসলামকে আমরা আমাদের নিজেদের আত্মার চেয়েও অনেক বেশী ভালোবাসি। মনে রেখ, আমাদের দেহকে নিয়ে তোমরা ক্ষুধার্ত হায়েনার মত চিবিয়ে চিবিয়ে খেলেও আমাদের খুব দুঃখ নেই, কারণ আমাদের ইসলামকে তোমরা কিছুই করতে পারবে না।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন