কেউ মরে গেলে আনন্দে মিষ্টি বিতরণ করার মত অসভ্য বিকৃত সংস্কৃতি বন্ধ হোক

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ মার্চ, ২০১৩, ১২:২৩:০০ রাত

আমাদের বাংলাদেশের অনেক তথাকথিত সভ্য মানুষেরা দেখি কাউকে মেরে ফেলে, বা ভিন্নমতের কেউ মারা গেলে আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি বিতরণ করেন। ভাবখানা এমন যে পারলে সেই ব্যক্তির গোশত রান্না করে খেলে তারা আরো খুশী হতেন।

আমি বুঝি না মানুষের মনুষ্যত্ববোধ কতো নিচে নেমে গেলে এমন বিকৃত সংস্কৃতির প্রচলন করতে পারে। কোন সভ্য মানুষ এটা করতে পারে না।

যারা নিজেদেরকে সুশীল ও সভ্য সমাজের মনে করেন তাদেরকে অনুরোধ করব এমন কাজ যেন তারা নিজেরাও না করেন। অন্যেরা করলেও তারা যেন বাধা দেন। এটা কোন জাতির সভ্যতার পরিচয় বহন করে না।

আমরা বাংলাদেশী, আমরা চাই উন্নত হতে। আর উন্নত হলে আমাদেরকে আরো সভ্য, ভদ্র ও সুন্দর রুচির মানুষ হতে হবে।

বিষয়: রাজনীতি

১৫৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File