ইমামের দামঃ এক ঘন্টা বক্তৃতা ফি সাড়ে ৩ লাখ টাকা
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ জুলাই, ২০১৫, ০৩:৩৫:৩৫ দুপুর
আমাদের সমাজের কিছু ফালতু লোকের মুখে শুনিঃ যার নেই কোন গতি, সে করে ইমামতি। অথচ, হাদীস অনুযায়ী- একজন ইমাম হলেন রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। একজন ইমামের নেতৃত্বে যত লোক নামায আদায় করবেন, তাদের সকলের নামাযের সমান সাওয়াব সেই ইমাম পাবেন।
তাই, একজন ইমাম হওয়া গতিচ্যুতি নয়, বরং পরম ভাগ্যমতি।
ইউরোপে কোন কোন ইমামের একঘন্টা বক্তৃতা শুনতে লোকেরা ২০ পাউন্ডের টিকেট কিনে থাকেন।
আয়োজকেরা প্রতি ঘন্টা বক্তৃতার জন্যে দিয়ে থাকেন সাড়ে তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা। তারপরও ইমামের বুকিং নিতে হলে কমপক্ষে ছয় মাস অপেক্ষা করা লাগে।
ইমামদের দাম আছে তাদের কাছে, যাদের কাছে আল্লাহ-রাসূল (স) এর দাম আছে। ইমাম (আলেম)রা হলেন নবী-রাসূলের প্রতিনিধি।
যারা ইমামদেরকে অবমূল্যায়ন করেন তারা আসলে তাদের নিজেদের জ্ঞান ও ইমানেরই অবমূল্যায়ন করেন।
আমার আগের লেখা ছিলোঃ মহান মা ও বৌদের ঈদঃ ভেবে দেখেছেন?
বিষয়: সাহিত্য
২৫১০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আয়োজক রা মনে হয় নিতে পারবে আয়োজন এর খরচ এর জন্য। যদিও আমাদের দেশের ওয়ায়েজ রা বেশ পরিমানেই নিয়ে থাকেন।
তবে মানির মান আল্লহা রাখেন। আর আল্লাহইতো যাকে ইচ্ছা সম্মানদেন যার কাছেথেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন।
আল্লাহ সকল ইমামদের সঠিক পথে পরিচালিত করুন আর তাদের মাধ্যমে আমাদেরও উপকার করুন আমীন।
সঠিক ইমাম চেনার আগে ভন্ডইমাম চেনা উচিত বলে আমি মনেকরি।
বাহার ভাই, অনেক দিন পর!! মন্তব্যের জন্যে অনেক অনেক শুকরিয়া।
সূরা বাকারায় একটি আয়াত পড়েছিলাম...যারা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহন করে,তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ঢুকায় না। ---এটা কাদের উদ্দেশ্য নাজিল তা আমার জানা নেই..আল্লাহই ভালো জানেন।
হা
মন্তব্য করতে লগইন করুন