শায়তান কর্তৃক 'হেদায়েত' প্রাপ্ত এক মিষ্টি চোর
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১১ এপ্রিল, ২০১৫, ০৪:১৮:১০ রাত
আজকের শিরোণামটা একটু বিদ্ঘুটে। তবে এর ঘটনাটা খুবই মজার। শুনুনঃ
বেচারার হার্টের বাইপাস সার্জারী হয়েছে। তাই, মিষ্টি জাতীয় খাবার খাওয়া তার একেবারেই নিষেধ। অথচ, তিনি এখনো মিষ্টির একজন খাটি 'পোকা'। আর ভাবীও এ ব্যাপারে খুবই কঠোর। কোন ক্রমেই তাকে মিষ্টি খেতে দিবেন না। নিষেধ তো অনেক কিছুই থাকে। তাই বলে তা মানে কয়জন? আমাদের এই মিষ্টি পোকা ভাইও নিষেধ যথারীতিই অমান্য করেন।
বাসায় এক মেহমান মিষ্টি এনেছেন। তা দেখে ভাইয়ের জিহবায় পানি এসে যায়। খুবই আশা নিয়ে আছেন- আজ এক ফাঁকে মনের মাধুরী মিশিয়ে মিষ্টি 'চুরাবেন'।
ভাবী আবার কি এক কাজে বাইরে চলে যাবেন। মিষ্টির দিকে তাকিয়ে ভাই ভাবীকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে যেতে বললেন।
আর তাকিয়ে দেখেন এক নিমিষেই মিষ্টির বক্সটা হাওয়া হয়ে গিয়েছে। ভাই সন্দেহ করলেন- ওটা কি তাহলে ডাস্টবিনে ফেলে দিলো। তিনি সংগোপনে ঘরের, বাথরূমের ও কিচেনের ময়লার ঝুড়িগুলো চেক করে এলেন। নাহ, কোথাও তা পাত্তা নেই।
ভাবী চলে গেলেন। ভাই তার মুখ ও মন ভারী করে নামাযে দাড়ালেন। নামাযে দাঁড়িয়েও মনটা পাগলের মত হয়ে উঠলো, মনোনিবেশ করতে পারছেন না। শায়তান মনটা মিষ্টির দিকে টেনে ধরেছে। শায়তান এসে ঠিকই বলে দিলো মিষ্টি 'অমুক' জায়গায় আছে।
ভাই, তড়িঘড়ি করে নামায শেষ করেই শিকার ধরার মত ছো করে ছুটে গেলেন- ছোট বাচ্চার একটা খেলনার নিচে লুকিয়ে রাখা মিষ্টির বক্সটা পেয়ে গেলেন।
শায়তানের দিক নির্দেশনায় (হেদায়েতে) তিনি এই যাদুর ধনের সন্ধানটা পেয়ে গেলেন। আর মুখের রস মিশিয়ে মনের মাধুরী গলিয়ে যা পারলেন মিষ্টি খেয়ে নিলেন।
ভাবী ফিরে এসে মিষ্টি বক্স হাল্কা দেখে তো হতবাক!! কোন শয়তানের কাজ? চিল্লিয়ে উঠলেন।
আগের লেখা ছিলো আরেক শয়তানকে নিয়ে...
বিষয়: সাহিত্য
১৭০৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেজাবানি গোস্ত!!
হুম , এটা চরম বাস্তবতাও, নামাজে দাঁড়ালেই কেবল অসম্পন্ন কাজগুলোর কথা বারবার মনে পড়ে, যা তাড়াতাড়ি নামাজ শেষ করতে তাগাদা দেয়, যা খুবি খারাপ, অনুশীলনের মাধ্যমেই কেবল মন কে নামাজে বিনয়ী হতে সহায়তা করবে।
ধন্যবাদ মজাদার পোস্টটি শেয়ার করার জন্য।
সাহিত্যে এ জাতীয় রূপকের ব্যাপারে কিছুটা শিথিলতা দিতে মনে আপনি আপত্তি করবেন না।
আদম গুন্দম খাইয়া, হাওয়াই খাইলো, ভূলও করিল, আদমের সন্তানরা হর হামেশা শিরকী কাজকামে মশগুল থাকে। তার পরেও হেতারা মু'মিন!!!
ওস্তাদ! এসব চিন্তা কইরা তো মাথায় এক্কেবারে গ্যাঞ্জাম লাইগ্যা যায়!!
হে যদি কইতো- আল্লাহ আমারে মাফ করে দিয়েন তাইলে তো একটা কথা ছিলো।
তাইলে মিষ্টির সন্ধান শয়তান দেয় কেমনে????
মাগরিবের নামাজে দাড়িয়েছি এক রাকাত শেষ এমন সময় মাথায় আসল আমি দোকান থেকে বিস্কিট কিনেছি বিস্কিটের ব্যাকেট রেখেছি রান্না ঘরের অনেক উপরের স্কুপে । তাহলে বিস্কুটের প্যাকেটের সাথে কি কার্ড ও । মাথা থেকে এটা কিছুতেই সরাতে পারছি না তাড়াহুড়া করে সালামটা ফিরিয়েই দৌড়ে নীচ তলায় রান্না ঘরে । স্কুপ খুলে দেখি ঠিকই বিস্কিটের প্যাকেটের সাথে কার্ড ।
আল্লাহ আমাদের শয়তানের অসওয়াসা থেকে হেফাজত করুন । আমীন ।
চমৎকার কাহিনীটি ফাঁস করে দেয়ার জন্য জাজাকাল্লাহু খাইর।
কেননা আপনার গল্পের রস মিষ্টির চেয়েও বেশী সুস্বাদু, মিষ্টি আর রসালো!!
মন্তব্য করতে লগইন করুন