শক্ত মুমিন মানবের কাছে ধূর্ত শায়তান দানবের পরাজয়

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৮ এপ্রিল, ২০১৫, ০৫:১১:৪৪ সকাল

একজন মুমিনের পরীক্ষা চলে প্রতিটা মুহূর্ত; প্রতিদিন, প্রতি বছর, আমৃত্যু।

এই পরীক্ষা হলো মূলত বিশ্বাসে ও কর্মে।

শায়তান চায় আমাদের গভীর ও নিখাদ বিশ্বাসের ছন্দ পতন ঘটিয়ে একটা দূর্ঘটনা ঘটিয়ে তামাশা দেখতে।

সে আরো চায় মুমিনের কর্মে পংকিলতা ঢুকিয়ে দুর্গন্ধময় করে দিতে।

মুমিন কখনও অরক্ষিত থাকতে পারে না। পারে না কখনো পরিপূর্ণ আপদ মুক্ত থাকতে।

প্রতিটা মুমিনের পরীক্ষা হয় তার ইমানের ওজন বুঝে।

একজন দূর্বল মুমিন ও শায়তানের মাঝে দূরত্ব থাকে অনেক কম। তাই সে সামান্য পরীক্ষাতেই পরাস্ত হয়ে যেতে পারে।

কিন্তু একজন উঁচুমানের মুমিন ও শায়তানের মাঝে দূরত্ব থাকে অনেক বেশী। তাই শয়তান তাকে ঘায়েল করতে নিয়ে আসে কঠিন বিপদ, এমন কি ভয়াল মৃত্যু-দানব।

কিন্তু তবুও এই দানব উচু মানবের কাছে হয় পরাজিত। এখানেই শক্ত মুমিনের সফলতা।

বিষয়: সাহিত্য

১৪৬১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313610
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৫
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কিছু চিরন্তন জানা কথাকে আবার স্মরনের বাতায়নের নিয়ে আসার একটা ক্ষুদ্র প্রয়াস এই ক্ষদ্র রচনায়।
313611
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:৩৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ!

মুমিনের জন্য ঈমানজাগানিয়া এই নসীহা মূলক পোস্টটিরজন্য আন্তরিক শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:২১
254575
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্যে আপনাকেও শুকরিয়া
313613
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৪১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:২১
254576
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও
313617
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৯
হতভাগা লিখেছেন : আল্লাহর খাস বান্দাদের উপর শয়তানের কোন প্রভাব কাজ করে না ।
০৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:২১
254577
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ইমানের তেজ থাকে তো, তাই। এমন ইমান চাই।
313633
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose @};
চমৎকার শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ্
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৯
254584
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও
313642
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০৫
আহমেদ ফিরোজ লিখেছেন : এই দানবকে পরাজিত করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৪:২৫
254727
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন
313728
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৮
আফরা লিখেছেন : অল্প কথায় অনেক গুরুত্ব পূর্ণ কথা বলেছেন চাচাজান ।

জাজাকাল্লাহ খাইরান ।
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৪:২৭
254728
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : তেমন কিছু না। কিন্তু পীড়িত মনের ভাবনাগুলো সহজে প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।
314235
১১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৯
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন সেই মুমিনের মতই মর্যাদা দান করেন,যাকে তিনি নিজে অনুগ্রহ করেছেন এবং সর্বোচ্চ সফলতা দান করেছেন।
১১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১২
255234
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File