পশ্চিমা কুকুর ও সিরিয়ার মুসলিম শিশুরা

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ৩০ এপ্রিল, ২০১৪, ০৪:৫৭:৫১ রাত

আজ তেমন কিছু লিখবো না। শুধু ছবিতেই দেখুন। দেখুন সিরিয়ায় আমাদের মুসলিম শিশুরা কেমন আছে। আর এদিকে পশ্চিমা কুকুরগুলো কেমন মজা করছে।

আমাদের মুসলিম শিশুগুলোকে নিয়ে ভাবতে গেলেই আপনি হয়ে যেতে পারেন একজন ভয়ানক 'সন্ত্রাসী'।











বিষয়: রাজনীতি

১৬৯৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215195
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এ জন্য দায়ি কারা! পশ্চিমারা? নাকি কোরাণ পূজারী মুসলিম কুকুরগুলো?
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৭
163391
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনি ও আপনারা??
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৫:১৩
163392
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ক্যামনে?
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৪
163854
প্রবাসী মজুমদার লিখেছেন : নতুন সভাতা গড়তে বিভোর পশ্চিতা সংস্কৃতি চচায় মরিয়া মানুষগুলো সব সময় জগত শেঠদের ভুমিকায় থাকার কারণে আজ আমরা নিজস্ব গন্ডিতেই রয়ে গেলাম। ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় ইসলামী চিন্তাবিদকের রক্থ ঝরলেও ক্ষমতার পদলেহন কারী এসব পশ্চিতা দালালরাই ক্ষমতায় থেকে বার বার ব্যর্থতার পরিচায় দিয়েেছে। ভাগ করেছে দেশকে আবার। অাবারও সেই ইনু হিনুর মত সমর্থনহীন দালালদের কারণে আওয়ামী সন্ত্রাসে জাতির মানুষগুলো খোলা অাকাশের নিচেই জেলে বন্দী।
215197
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২৩
সাদাচোখে লিখেছেন : পৃথিবীর ঘুমন্ত মানুষদের 'নেতৃবৃন্দ ও পলিসিমেকারদের' লজ্জাহীন বৈপরিত্যের একাংশ - 'পশু অধিকার ও শিশু অধিকার রক্ষার এক বিমূর্ত রূপ' এ পোষ্ট - ঠিক যেমন আমেরিকার 'ইসরাইলস্‌ রাইটস টি এগজিস্ট' ও প্যালেস্টাইনস্‌ রাইটস টু বি হিউমিলিয়েটেড এর আর একটি সংস্করন।
আর হ্যাঁ - আমরা সন্ত্রাসী না।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৩
163399
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : "So that Jews will hide behind trees and the tree will say "Muslim! The servant of Allah! Come, look there is a Jew behind me, he hid here, behind me, come and kill him. Only the tree Gharqad will not say, for it is the tree of the Jews."
(Kitab al-Fitan, hadith. 2239)
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
163559
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমরা সন্ত্রাসী না।
215265
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল পোষ্টটি!
ছবিগুলি না।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৯
163556
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Crying Crying
215309
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২০
আহমদ মুসা লিখেছেন : সিরিয়াতে আসলে হচ্ছেটা কি? বর্তমানে সিরিয়াতে বিদ্যমান পরিস্থিতিতে কোন কোন পক্ষ জড়িত রয়েছে, কাদের উদ্দেশ্য কি? কারাই বা এসব গোষ্টীগুলোকে শেল্টার দিচ্ছে?
সিরিয়ার শাসক বাশার আল আসাদ আদৌ কোন মুসলিম কিনা। তার ধর্ম বিশ্বাসই বা কি? যারা তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তাদেরই বা উদ্দেশ্য কি? কিছুই বুঝতে পারছি না।
সম্ভব হলে স্যার সিরিয়ার পকৃত অবস্থা নিয়ে একটু বিস্তারিত লিখে পোস্ট দিলে হয়তো আমরা অনেকেই কিছু সত্য জানতে পারবো।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
163557
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সিরিয়াতে ব্যাপারটা শুরু হয়েছিলো বড় দাদাদের ইন্ধনে। কিন্তু যখনই তারা টের পেয়েছে যে সেখানে ইসলামপন্থীরা নেতৃত্বে চলে আসছে তখনই বড় দাদারা সরে এসেছে। ফলে, আসাদ যা পারছে তাই করছে। আর এদিকে ভুগছে সাধারণ মানুষ, শিশু ও নারীরা।
215327
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৯
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
163600
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Crying Crying
215331
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কুত্তাদের অহন জয়জয়কার অবস্থা। এক কুত্তারে তো হিটলারের শাগরেদ গোয়েবলস সাহেবের বংশের সিলসিলা জারি রাখনের লিগ্যা আমাগো দেশের ওজারতখানায় মাইকিংয়ের দায়িত্ব দিয়ে পাঠানো হইছে। জাপানীরা অবশ্য কুত্তারে অন্য নাকে ডাকে।
দেইখ্যান ওস্তাদ! জাপানীগো ভাষায় আবার কুত্তাগো নাম তরজুমা করতে যাইয়েন না!!! খবর আছে কিন্তু।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
163601
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Winking Crying Crying
215589
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ডঃ আবুল কালাম আজাদকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার জেদ্দা সফর করার জন্য। ভাল লেগেছে আপনার সাথে কথা বলে।

খেলাঘর বার্ধতে আসা লোকগুলো উলঙ্গ সভ্যতার স্বপ্নে বিভোর। এদের সাথে কথা বলা মানে সময় অপচয় বৈ কিছুই নয়।
০১ মে ২০১৪ রাত ০৩:৫২
163956
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমারও খুব ভালো লেগেছে আপনাদের সাথে দেখা করতে পেরে। আবার দেখা হবে তাড়াতাড়ি আশাকরি ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File