যেখানেই মুসলিম সেখানেই ময়লা ?!!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৭ মার্চ, ২০১৪, ০৪:০৭:৫৭ বিকাল

আমি বার্মিঙ্গহামের একটা অভিজাত আবাসিক এলাকায় গাড়ি নিয়ে ঢুকতেই আমার স্ত্রী বললঃ আহ, এলাকাটা তো খুব সুন্দর আর পরিস্কার পরিচ্ছন্ন !!

শোয়াইব ভাইয়ের বাসায় গিয়ে এই এলাকা সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। তিনি বললেনঃ এই এলাকায় এশিয়ান মুসলমানরা কম থাকেন এবং এলাকাটা খুব দামী।



আমার মনে একটু খটকা লাগলো। কারণ, ভাবখানা এমন যে, মুসলমান কম থাকলে সে এলাকাটা পরিস্কার থাকে।

তবে, কথাটা কিন্তু অনেকটা তেমনই।

আমি যখন লন্ডনের রাস্তায় হাটি তখন বাড়ির বারান্দা, ব্যালকনি ও আংগিনা দেখেই বলে দিতে পারি কোন বাড়ি মুসলমানদের আর কোনটা সাদাদের। দেখা যায়, অধিকাংশ মুসলমানদেরগুলো অপরিস্কার ও অগোছালো।

আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশান লাইব্রেরীতে আমার পিএইডির অধিকাংশ পড়াশুনা করেছি। সেখানকার টয়লেটে গেলে সব সময় তাজা লেবুর গন্ধ পেতাম। অথচ আমাদের মসজিদ গুলোতে গেলেও নাক বন্ধ হয়ে আসে। অথচ মসজিদেই পরিচ্ছন্নতার শিক্ষা দেওয়া হয়।

আরবদের পরিচালিত লন্ডনের এক বিশাল ও বিখ্যাত মসজিদের টয়লেটে ঢুকে একবার তো আমার বমি আসার মত হয়েছিলো। ভেতরে ছিলো না কোন টয়লেট পেপার, বাইরে ছিলো না কোন সাবান/লিকুইড!!

আমি বলছি না, সকল মসজিদের অবস্থা এমন !!

এই বৃটেনেও মাঝে মাঝে কিছু শিক্ষিত ভদ্র মুসলমানকেও দেখি ময়লা টুপি মাথায় পরে মসজিদে আসতে। কিন্তু চার্চে যাতায়াতকারী কোন খৃস্টানকে আমি ময়লা কাপড় পরা অবস্থায় দেখিনি এখনো।

ইসলামে যেখানে পরিস্কার-পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলা হয়েছে, সেখানে আজ মুসলিম ও ময়লা যেন একটা যুক্ত পরিভাষা হয়ে গিয়েছে। কারণ, নামে আমরা মুসলমান হলে ইমানে ও আমলে আমরা ইসলাম পালন করি না। এটা ইসলামের দোষ নয়, দোষ হলো আমাদের জ্ঞান ও কর্মের।

আসলে কথা হলোঃ

ইসলাম হলো পরিচ্ছনতা। তাই,

সকল মুসলমানকে সকল জায়গায় হতে হবে পরিচ্ছন্ন
!!

আগের লেখা ছিলোঃ ...টয়লেটে চাপ থাকা অবস্থায় ব্লগে মন্তব্য করবেন না

বিষয়: বিবিধ

১৯০২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188433
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
139737
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আসুন আমরা আমাদের পরিচ্ছন্নতার চেতনাকে বাড়াই।
188448
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৭
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
139757
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
188452
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
তাজুল লিখেছেন : ভাইয়া, কুয়ালালামপুরের কোতারায়ার কথা মনে আছে? যতবার গেছি মনে হয়েছে ঢাকায় এসেছি।আর যতবার বাংলাদেশ হাই কমিশনে গেছি মনে হয়েছে কোতারায়ায় এসেছি। কারণটা আর কিছু না আমাদের পরিচ্ছন্নতার লেভেল।
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
139758
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমি অনেক ধনী আরবদেশে গিয়েছি আর কিছু গরীব ইউরোপিয়ান দেশে গিয়েছি। আকাশ-পাতাল তফাত। ভিয়েনার বর্ডার ধরে হাংগেরীর একটা ছোট শহরে গিয়েছিলাম। এতো পরিচ্ছন্ন ও গোছানো ! অথচ হাংগেরী ইউরোপের একটা কম উন্নত দেশ। অথচ জেদ্দা বা রিয়াদের রাস্তা ও আবাসিক এলাকা দেখলে মনে হবে তারা এখনো সেই দরিদ্র বেদুইন।
ধন্যবাদ, তাজুল!
188460
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
139764
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
আমার ইমেইলের উত্তরের অপেক্ষায় আছি কিন্তু।
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
139836
প্যারিস থেকে আমি লিখেছেন : স্যরি, আমি মনে হয় আপনার ইমেল দেখিনি।দয়া করে এই ঠিকানায় যদি আবার ইমেল করেন খুশি হব।
188463
০৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
তাজুল লিখেছেন : দোষটা অভাবের নয় স্বভাবের।
ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট। ভালো লাগলো
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
139765
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আসলেই, স্বভাব উন্নত করতে হবে।
188484
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : আপনি অনেক সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন।ভাল লাগলো। ধন্যবাদ ।
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
139774
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy Happy
188506
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
আহমদ মুসা লিখেছেন : ইসলামের (মুসলমানদের নয়) ভাল ভাল শিক্ষণীয় রীতি রেওয়াজগুলো অমুসলিমরা খুব সুন্দরভাবেই প্রেক্টিস করছে। আর আমরা মুসলমানরা অমুসলিমদের চর্চিত (বর্তমানে অনেক অমুসলিম এসব পরিত্যাগ করেছে) খারাপ কাজগুলো বেপরোয়াভাবেই করে যাচ্ছি। ২০১২ সালের রমজান মাসে ওমরাহ পালনের উদ্দেশ্য পবিত্র হেরেম শরীফ জেয়ারত আমার নসীব হয়। মক্কা শহরে নাক্কাসা নাকম একটি স্থানে গমন করেছিলাম। যদি আমি ওখানে না যেতাম তবে কারো মুখে শুনলে বিশ্বাস করতাম না কত নোংরা পরিবেশ সৃষ্টি করতে পারে মুসলমানরা! তাও আবার বাসিন্দাদের অধিকাংশ নাকি বাংগালী-বার্মিজ মুসলিম!!! অথচ দুনিয়ার প্রায় দেড়শ কোটি মুসলিমদের সব চেয়ে প্রিয়তম ও পবিত্রতম যে শহরটি হওয়ার কথা ছিল সে শহরেরই কোন কোন এরিয়াকে কি কদর্যভাবে নোংরা করে রাখা হয়েছে!!!
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
140139
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : একে বারেই খাটি।
188509
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
তারাচাঁদ লিখেছেন : মূল লেখা এবং মন্তব্যগুলো, সবগুলোই প্রত্যক্ষদর্শীর বর্ণনা । পড়ে লজ্জা অনুভব করছি ।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
140142
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অবশ্যই লজ্জার ব্যাপার। এ থেকে বের হতে হবে।
188513
০৭ মার্চ ২০১৪ রাত ০৮:১২
আবু জারীর লিখেছেন : আসলে কথা হলোঃ

ইসলাম হলো পরিচ্ছনতা। তাই,

সকল মুসলমানকে সকল জায়গায় হতে হবে পরিচ্ছন্ন !!

একদম খাটি কথা।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৪
140143
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আসুন কিছু করি।
১০
188671
০৮ মার্চ ২০১৪ রাত ০৩:৩৬
আহমেদ নিজামী লিখেছেন : খুবই প্র‍য়োজনীয় বিষয় নিয়ে এসেছেন,সবার সচেতনতা খুবই জরুরি,অনেক ধন্যবাদ।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৫
140144
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আসুন কিছু করি।
১১
188788
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১৮
সজল আহমেদ লিখেছেন : সহমত।মুসলমাদের থাকতে হবে সবসময় পরিচ্ছন্ন।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
140146
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনারাও লিখুন।
১২
189732
১০ মার্চ ২০১৪ সকাল ০৭:১৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এই ব্যাপারটাতে আমিও খুব দুঃখ পাই, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অঙ্গ অথচ এই ব্যাপারে আমরা কত উদাসীন! Sad Sad Sad
১০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
140994
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মতামতের জন্যে। উত্তরণের পথ কি?
১১ মার্চ ২০১৪ সকাল ০৮:৪২
141291
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাদের মত আলেমরা আমাদের মত সাধারন মানুষদের এর গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন, মাঝে মাঝে ফলাফল পর্যবেক্ষণ করবেন, তারপর বকা দেবেন, অতঃপর আবার বুঝাবেন Happy
১৩
190074
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
এম_আহমদ লিখেছেন : আমাদের দৃষ্টিতে এর কারণ ঐতিহাসিক অর্থাৎ শত শত বছর ধরে 'আলেমগণ' পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেভাবে ওয়াজ নছিহত করে আসছেন এবং তাদের কথা-বার্তায় পরিষ্কার পরিচ্ছন্নতার যে ‘পরিধি’ ও ধারণা প্রাধান্য পেয়েছে মুসলিম সমাজ সেই পরিধি এবং ধারণা গ্রহণ করে তাদের জীবন ও সংস্কৃতিতে রূপায়িত করেছেন। আমি ছোট বেলা থেকেই ওয়াজ নছিহত শুনছি এবং জীবনটাই আলেম-ওলামাদের আশে পাশে থেকেই কেটে যাচ্ছে কিন্তু কখনো টয়লেট পরিষ্কার রাখা, পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার ওয়াজ নছিহত শুনেছি বলে স্মরণ করতে পারছি না। অধিকন্তু তারা যেসব মসজিদ-মাদ্রাসায় ইমামতি করেন সেখানে অনেক ধরণের খরচের টাকা আদায়ের জন্য ওয়াজ করেন কিন্তু একজন ক্লিনারের খরচ বাবত কোনো টাকা আদায়ের ওয়াজ করা হয় না, কারণ এই চিন্তা এবং এর প্রয়োজন তাদের ধ্যানে নেই। আজকে যারা মাদ্রাসায় পড়াচ্ছেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার বর্ধিত পরিধি এবং সমাজ কেন এই পর্যায়ে এসে পৌঁছেছে সেই শিক্ষা দিতে হবে যাতে করে তাদের সময়ে তারা পরিবর্তন আনতে পারে।
আজ আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্নতাকে ‘মুসিলম’ সমাজের সাথে আলাদা তুলনায় দেখতে যাব, তখন ‘ইসলামের’ প্রচারকদের ভূমিকাও সেই পরিপ্রক্ষিতে দেখতে হবে।
১০ মার্চ ২০১৪ রাত ০৮:১৫
141081
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ। তবে, আমি খুব আপ্লুত হয়েছি এটা পড়েঃ
"অধিকন্তু তারা যেসব মসজিদ-মাদ্রাসায় ইমামতি করেন সেখানে অনেক ধরণের খরচের টাকা আদায়ের জন্য ওয়াজ করেন কিন্তু একজন ক্লিনারের খরচ বাবত কোনো টাকা আদায়ের ওয়াজ করা হয় না, কারণ এই চিন্তা এবং এর প্রয়োজন তাদের ধ্যানে নেই।"

খুবই মূল্যবান কথা।
১৪
190241
১১ মার্চ ২০১৪ রাত ০৩:২৬
ওরিয়ন ১ লিখেছেন : এবার সিডনীর কথা বলি, যেখানে মুসলিম এরিয়া সেখানে গাড়ি পারকিং এর বেহাল অবস্হা। ঐসব এলাকায় ট্টাফিক রুল ও মেনে চলে না। আর ময়লার বিনের কথা নাইবা বললাম। আফসোস..........
১১ মার্চ ২০১৪ রাত ০৩:২৯
141223
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভালো খবর কেউই দিলেন না যে !!
১৫
192475
১৫ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
১৬
200169
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভালো লাগলো
১৭
220787
১২ মে ২০১৪ রাত ০৮:২৮
সায়িদ মাহমুদ লিখেছেন : অপ্রিয় হলেও, সাহস নিয়ে সত্যটা বলতে পেরেছেন তার জন্য শুকরিয়া, এই পোষ্ট থেকে একজনও যদি পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বুঝতে পারে তাহলেই আপনার লিখা সার্থক হবে, আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আপনার সু সাস্থ্য দির্ঘায়ীত করুক আমীন।
১৩ মে ২০১৪ রাত ০২:৪৩
168397
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমীন। মনে হয় আমার ব্লগে এই প্রথম মন্তব্য দিলেন সায়িদ ভাই। শুকরিয়া
১৮
220939
১৩ মে ২০১৪ সকাল ১০:৪৪
সায়িদ মাহমুদ লিখেছেন : না তা ঠিক নয়, তুরস্ক বিষয়ে এ েমন সমালোচনা করেছিলাম যেটি ভদ্রতার নুন্যতমসীমাও মানিনি, এবং তখন আপনি একটুও রাগ না করে বলেছিলেন এমন সমালোচক বিদেশে টাকা দিয়ে পোষে, কিন্তু আপনি মাগনা পাচ্ছেন ওটা আপনার প্লেজার। এই নিয়ে কম করে হলেও ৭/৮ মন্তব্য করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File