স্ত্রী/স্বামী/বস/পেট/টয়লেটের চাপ থাকা অবস্থায় ব্লগে মন্তব্য করবেন না
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৪২:০৪ বিকাল
আমি নিজেও একজন ভালো ব্লগ-মন্তব্যকারী নই। তবে, যারা ভালো মন্তব্য করেন, যাদের মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে, ভাবতে শেখায় ও নিজকে উন্নত করে সেখান থেকে যা শিখেছি তা আপনাদের সাথে একটু ভাগাভাগি করিঃ
১- স্ত্রী/স্বামী/বস/পেট/টয়লেটের চাপ থাকা অবস্থায় মন্তব্য হতে বিরত থাকা।
২- মন্তব্যের সময় নিজকে 'আঁতেল' বা সব জান্তা না ভাবা।
৩- লেখকের লেখাকে আগে আন্তরিকতা দিয়ে পড়ে পুরোপুরি আত্মস্থ করে মন্তব্য করা।
৪- জ্বলন্ত চুলার ওপর 'ডিমভাজি' ফেলে এসে মন্তব্য না করা।
৫- রেডিমেড বা ফাস্টফুড জাতীয় মন্তব্য বা প্রতি মন্তব্য করা থেকে যথা সম্ভব বিরত থাকা।
৬- ব্লগের যারা পুরানো ও অভিজ্ঞ লেখক আছেন তাদের মন্তব্যগুলোও মনোযোগ দিয়ে পড়া।
৭- মন্তব্যে পরিমিত লবন দেওয়া। যেমনঃ
বুড়া মিয়া লিখেছেন : বীজ বুনেছে, অঙ্কুরিত হয়েছে, বেড়া দেয়া হয়েছে, পরিচর্যা চলছে – কে কাটবে এ ফসল? কবে? এটাই হতাশা, মুক্তি নাই এ থেকে মনে হয়!
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : বহুদিন হইছে মনেহয় হাতুড়ির বাড়ি খান না, তাই না? বোনদের এমন ভালবাসার বন্ধন দেখে শুধু ভালো লাগলো? বড়ই দুঃখ পাইলাম!
৮- নিজকে ও লেখককে সম্মানের সাথে স্থানে রেখে মন্তব্য করলে তাতে আসলে নিজেরই সম্মান বাড়ে।
৯- নিজে ভালভাবে কিছু জেনেই মন্তব্য করা উচিৎ।
১০- মেকী বা মুনাফেকী মন্তব্য থেকে বিরত থাকা- মানে নিজে যা বিশ্বাস করেন না, সে কথা মন্তব্যে না বলা।
১১-??
আগে লেখা ছিলোঃ মেয়েদের বোরকা ও মুরগীর খাচা
বিষয়: সাহিত্য
১৮৮৫ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
সুন্দর পরামর্শের জন্য জাযাকাল্লাহ ভাইয়া।
তবে ৭নংএর সল্টি মন্তব্যগুলো কখন কোথায় কোন টপিক্স এর পোস্টে করা হয়েছিলো জানতে পারলে হয়তো নিজেকে এত বেশি বোকা মনে হতো না। আসলে আমি সত্যিই একটা বোকা।
তবে, আপনার মত লোক যদি বোকা হয়, তাহলে আমরা তো বোকার বদনাও না।
আপনি আমাকে "তুমি" সম্ভোধন কর্তে পারেন। আমি আপনার ছাত্রের ছাত্র এর সমান হবো হয়তো। @ডঃ আবুল কালাম আজাদ
শিখলাম অনেক বিষয়।
কিন্তু স্যার দেখছি এখলাসে সমস্যা হয়
কমেন্ট লিখার সময়।
তবে আগের ব্লগিং পোষ্টটির দ্বারা অনেক ফায়দা হয়েছে আমার।
আমাদেরকে ইনভাইট করো, বেড়িয়ে আসব।
একটা বুজে শুনে ভালো মন্তব্য , একটা নতুন ব্লগারকে কিভাবে উত্সাহিত করে তা বলাই বাহুল্য।
ধন্যবাদ আপনাকে।
আমি আসলাম অনেকের পরে। শ্রদ্ধেয় লেখকের পোস্ট এবং বিভিন্ন জনের মন্তব্য থেকে অনেক কিছুই শিখতে পারলাম। আসলে আমার মত 'গাধা' টাইপের লোকদের পরে আসাটাই মনে হয় ভাল হয়েছে। যদি শুরুতে আসতাম তবে নির্ঘাত আমার অদক্ষ হাতের অগোচালো এবং বানানে অসংখ্যা ভুলে ভরা মন্তব্যটা সবার নজরে পড়ে যেত। যাগগে বাবা! আল্লাহ বাচাইছে আমারে অধিক লোকের দৃষ্টি এড়াতে পেরেছি। এমনিতেই কোন কথাকে সহজবোধ্য করে অল্প কথায় প্রকাশ করতে পারি না। এ কারণে কারো ব্লগে মন্তব্য করতে গিয়ে মন্তব্যের সাইজটা বড় হয়ে যায়। এজন্য অনেকে বিরক্ত হয়ে মন্তব্য লম্বা হওয়ার কারণে মুছে দেয়। তাই ইদানিং মন্তব্য করা কমিয়ে দিয়েছি। আগে কিভাবে মন্তব্য করবো তা শিখে নিই। আপনার এই পোস্টের মাধ্যমে আমার শুণ্য ভান্ডারে কিছুটা হলেও ...... ঢুকাতে পেরেছি।
১২.
১৩.
১৪.
বাকীগুলো সব শুন্যস্থান ক্যান?
ওস্তাদ! মোর লিগা কুনো ভালা নসিহত বিতরণ করণ যায় না? হগলে আমারে অপবাদ দেয় মুই নাকি গ্যাঞ্জাম সৃষ্টি করি। ওস্তাদ আপনেই কন! আসলে কথাডা কি হাচা?
নসিহত আর কি করুম, ওস্তাদের লগে লগে থাইকেন।
মূল্যবান সময় নষ্ঠ করতে সাহস থাকলে ঘুরে আসেন।
জারিফা কেমন আছে?
-আমার মন্তব্যটাও হয়তো ফাস্টফুড জাতীয় হয়ে গেল। নিজগুণে ক্ষমা করবেন।
আমি কিন্তু কোন রেডিমেড মন্তব্য সেট করি নাই।
আপনার পোস্টে যখন আমি কমেন্টস করছি তখন আমার হাতে এততত বড় এক কাজ জমা যা আজকেই রিপোর্ট করতে হবে। তাই চললাম কাজে।
আর একদিন ছোট্ট কমেন্ট করবো।
কেননা আপনার পোস্টে জাজাকাল্লহুখায়রান বলা ছাড়া কোন ভাষা খুজে পাই না।
মন্তব্য করতে লগইন করুন