মেয়েদের বোরকা এবং মুরগীর খাচা
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৬:৩৬ সকাল
ইসলামে মেয়েদের বোরকা পরা নিয়ে আধুনিক কালে কতো না কথা শোনা যায়। এর মধ্যে একজন ভালো শিক্ষিত লোকের মুখে একটা বিদঘুটে ও নিচু মানের মন্তব্য শুনে আমার মনটা তিতিয়ে উঠলো। তিনি বললেনঃ মেয়েদেরকে বোরকা পরা দেখলে তার কাছে মনে হয়- তাদেরকে মুরগীর খাচার মধ্যে আটকানো হয়েছে। কি একটা অন্যায় আচরণ মেয়েদের সাথে!!
আমি তাকে একটু শান্ত করে বললামঃ ভাই, বোরকাটাকে মুরগীর খাঁচার সাথে তুলনা করার আগে কয়েকটা বিষয় বিবেচনা করার দরকার ছিলোঃ
১- এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক সূরা আল-আহযাবের ৫৯ নং আয়াতে বলেছেনঃ يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّـهُ غَفُورًا رَّحِيمًا ﴿الأحزاب: ٥٩﴾
হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের স্ত্রীদেরকে যে তারা যেন তাদের ওপর দিয়ে জিলবাব ঝুলিয়ে দেন। এটা করলে তাদেরকে অপেক্ষাকৃতভাবে কম চেনা যাবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ হচ্ছেন খুব ক্ষমাশীল ও দয়ালু।
যারা আল্লাহ ও রাসূল (স) এ বিশ্বাস করেন তারা আল্লাহর আদেশ পালন করেন।
২- তার মানে হলোঃ যারা বোরকা পরেন তারা নিজেদেরকে অনেক নিরাপদ রাখতে পারেন।
৩- এই বোরকা পদ্ধতি মেয়েদের জন্যে শাস্তি নয়, বরং গোনাহ না হওয়া ও গোনাহ মাফের উপায়।
৪- নারীর নিরাপত্তা, সম্মান ও আভিজাত্য বজায় রাখার জন্যে বোরকার প্রচলন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ করুণা। যে কারণে যে সমাজে বোরকা নেই সে সমাজে ধর্ষণ অনেক বেশী। মুম্বাই শহরে এ বছর ধর্ষণ বেড়েছে ৭১% ভাগ। অথচ সৌদি আরবে মেয়েরা বোরকা পরে অফিস-আদালত-বিশ্ববিদ্যালয় করছে সেখানে ধর্ষনের কোন দুর্ঘটনাই নেই।
৫- যারা নিজের মুরগীকে খেকশিয়াল, বেজী ও খাটাশের হাতে তুলে দিতে চান না তারাই তাদের মুরগীকে খাচায় পুরে রাখেন। যে চাষা এটা করেন সেই চাষাকে সবাই চালাক বলেন।
অথচ সম্ভ্রান্ত মুসলিম মেয়েরা নিজেদের ইজ্জত-সম্মান ও আভিজাত্য বজায় রাখার জন্যে নিজের ইচ্ছায় নিজেকে ঢেকে বাইরে গেলে আমাদের এতো আপত্তি থাকবে কেন?
যারা সুবিবেচক তারা কোনদিন মেয়েদের বোরকা পরাকে মুরগীর খাঁচার সাথে তুলনা দিতে পারেন না। এটা একেবারেই কুরুচি পুর্ণ। বোরকাপরা মেয়েরা যদি এই ধরণের অবিবেচক লোভী পুরুষদেরকে লোভী ও ক্ষুধার্ত খেকশিয়ালের সাথে তুলনা দেন তাহলে কেমন শোনা যাবে?
বোরকা শুধু আল্লাহভক্ত মুসলিম মহিলারাই পরেন না, বরং ভদ্র অনুশীলনকারী খৃষ্টান মেয়েরাও বোরকা পরেন। এটাকে কোন পুরুষ তাদের ওপর চাপিয়ে দেন না, এটাকে মহিলারা আল্লাহ পাকের আদেশ মনে করেই করেন।
আগের লেখা ছিলোঃ আপনার বউকে আপনি বলে সম্বোধন করুন
বিষয়: সাহিত্য
২৭১১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ব্লগের সৃজকদেরকে বিশেষ শুকরিয়া জানাই এবং তাদের জন্যে দোয়াকরি। অনেক ত্যাগ করে এই ব্লগটা তারা তিলেতিলে করে গড়ে তুলছেন। আমার ও অন্য সকল ব্লগারদের পক্ষ থেকে তাদেরকে জানাই অনেক অনেক দোয়া ও শুভকামনা।
এই মনভাব নিয়ে এরা সদা সর্বদা ব্যাস্ত। এদের মা,বোনকে ধর্ষন করলে এরা তার ফাসি চায় কিন্তু অন্যর মা,বোনকে ধর্ষন করলে এরা ধর্ষকের জন্যে সাফাই গায়।
এই লোক গুলোকেই বোরকা পড়ানো উচিত।
ধন্যবাদ শায়খ
জাজাকাল্লাহু খায়রান।
১. খাচা মুরগীর চলাচল বন্ধ করে - আর হিজাব এসেছে যাতে নারীরা বাইরে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য
২. পালক মুরগীর সৌন্দর্য বৃদ্ধি করে - বাইরের আবহাওয়া আর ক্ষতিকর জীবানু থেকে বাঁচিয়ে তার গতিবিধিকে নির্বিঘ্ন করে - যেমনটি হিজাব করে
পলকহীন মুরগী খুব একটা নিরাপদ নয়
মন্তব্য করতে লগইন করুন