বাংলাদেশের রাজনীতিঃ পশুনীতিও লজ্জা পায়

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১২ ডিসেম্বর, ২০১৩, ০৬:০২:১৯ সন্ধ্যা

বাংলাদেশ ছেড়ে পরদেশে থাকি। অনেকেই মনে করেন আমরা হয়ত খুব শান্তিতে আছি।

হয়তা বা।

কিন্তু আপনারা জানেন না যে- বাংলাদেশের জন্যে আমাদের মনটা কত ব্যস্ত, উদ্বিগ্ন ও কান্নারত থাকে। রাতে ঘুমুতে যাওয়ার আগে অনলাইন পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিই, আবার সকালে উঠেই আরেকবার চোখ বুলাই। বিশাল এক উদ্বেগ ও আশার দোলাচলে ঘোরে আমাদের মন। দেখি কোন ভালো খবর আছে কি-না?

এই দুনিয়াতে বাংলাদেশের খ্যাতি হলো খরা, দারিদ্র ও অসুস্থতার জন্যে। আর এখন এর সাথে যোগ হয়েছে মারাত্মক রাজনৈতিক ও আত্নিক অসুস্থতা।

মনের দিক দিয়েও আমরা যে কত নিচ ও দরিদ্র তা আমাদের দৈনন্দিন মারামারি, কাটাকাটি ও হানাহানি দেখে প্রমাণিত হয়।

আমরা যে 'মানুষ' সে কথাটাই যেন ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে, রাজনীতি করতে হলে রাজার মত বড় মন চাই। পশুর মত পাশবিকতা চাই না। আমরা যা করছি তাকে 'রাজনীতি' না বলে অন্য কিছু বলা ভালো। আমি ভাবছিলাম এটাকে বলব 'পশুনীতি'।

কিন্তু দেখলাম, আসলে বনের পশুরাতো আমাদের চেয়েও অনেক শান্তিতে থাকে। বনের জানোয়ারেরাও যা করে না, আমরা তাও করছি আজ।

এখন তো অবস্থা এমন হয়েছে যে, পশুরা পশুদেরকে যত না ভয় করে তার চেয়ে তারা মানুষকে বেশী ভয় করে।

যদি মানুষ মানুষকে ভয় করে এবং পশুও মানুষকে ভয় করে তাহলে মানুষ হওয়ার দরকারটা কি ছিলো আমাদের?

এই লেখাটা লেখার একটু আগে বিবিসি অনলাইনে দক্ষিন আফ্রিকার সদ্য প্রয়াত সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে নিয়ে তার সমালোচনাকারী জোনাথন নামের একজন বিখ্যাত কার্টুনিস্টের একটা সাক্ষাৎকার পড়ছিলাম। সেখানে তিনি বলেনঃ প্রেসিডেন্ট ম্যান্ডেলা ও তার ক্ষমতাসীন দলকে সমালোচনা করে একটা কার্টুন ছাপা হওয়ার পর মাডিবা নিজেই তাকে ফোন করে এই কাজের জন্য প্রশংসা করেন ও উৎসাহ দেন। Click this link

আমরা কি এ সব থেকে একটু শিক্ষা নিতে পারব না?

যারা নিজেদেরকে 'মানুষ' বা 'ভালো মানুষ' ভাবেন তাদের কাছে অনুরোধ, শুধু নিজকে ভালো ভাবলে বা দাবী করলেই হবে না। তার প্রমাণ যেন থাকে কথা ও কাজে, সর্বখানে, সর্বাবস্থায় সবার সাথে।

বিষয়: রাজনীতি

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File