আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি বিপদে পড়তে হয় তাহলে আল্লাহকে বন্ধু বানিয়ে লাভটা কি?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৬ নভেম্বর, ২০১৩, ০৬:১৭:৪৪ সন্ধ্যা
প্রশ্নঃ আল্লাহর ওপর বিশ্বাস রেখে যদি বিপদে পড়তে হয় তাহলে আল্লাহকে বন্ধু বানিয়ে লাভটা কি?
উত্তরঃ
এই প্রশ্নটা অনেককে ভাবিয়ে তোলে। তবে, কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবেঃ
১- আল্লাহর ওপর আমাদের বিশ্বাস কতটুকু গভীর? ইবরাহীম (আঃ) আগুনে পড়েও আল্লাহর ওপর আস্থা হারান নি। আমরা কি আল্লাহর ওপর এমন আস্থা রাখতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে ইব্রাহীম (আঃ) যেমন আগুনে পড়েও নিরাপদ ছিলেন, আমরাও তেমনি কোন বিপদে পড়লেও বিপদ থেকে ভালোভাবে উদ্ধার হতে পারব, ইনশাআল্লাহ।
২- একজন ভালো বন্ধু সাধারণত বন্ধুর কথামত চলেন এবং বন্ধুর মনে আঘাত লাগে এমন কাজ করেন না। আমরা কি আল্লাহর এমন বন্ধু হতে পেরেছি যে সকল সময় সর্বাবস্থায় আল্লাহর কথা মত চলতে পারি? আল্লাহর কথার বাইরে তো কত কাজই করে চলেছি। এমন অবাধ্য বন্ধু হয়েও বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া তো অনেকটা স্বার্থপরেরই মত। তারপরও তো আল্লাহ পাক না চাইতেও কত কিছু দিয়ে চলেছেন আমাদেরকে। আল-হামদুলিল্লাহ।
৩- বিপদ আসে দুই ভাবেঃ শাস্তি হিসাবে ও পরীক্ষা হিসাবে। শাস্তি আসে কোন ভূল করলে। আমরা যে ভুলের জন্য ক্ষমা না করাতে পারলে শাস্তি আসে। শাস্তি ভোগ করার পর আবার সব ঠিক হয়ে যায়।
৪- আর যে কোন কাজ ও চাকুরিতে বেতন বৃদ্ধির জন্যে বা পদোন্নতির জন্যে আমাদের পরীক্ষা দিতে হয়। মুমিন হিসাবেও আমাদের পদোন্নতির জন্যে আল্লাহ পাক বিভিন্ন ধরণের পরীক্ষার ব্যবস্থা করেছেন, যাতে করে আমরা ওপরের স্তরে যেতে পারি। একটা বিপদকে আমরা কিভাবে মোকাবিলা করছি তার ওপর আমাদের ব্যর্থতা ও সফলতা নির্ভর করে।
তবে, মুমিন হিসাবে সবাইকেই কম বেশী পরীক্ষার সম্মুখীন হতে হয়। যারা যত ওপর শ্রেনীর মুমিন তাদের পরীক্ষাও তত বেশী কঠিন। তাই, রাসূলদের পরীক্ষা ছিলো অনেক অনেক কঠিন।
সোনা দিয়ে গয়না বানাতে গেলে সোনাকেও আগুনে পুড়তে হয়।
বিষয়: সাহিত্য
১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন