'বাংলাদেশের মোল্লাদের শাসন করার এখনই সময়'

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৩ অক্টোবর, ২০১৩, ০২:৩৬:০৭ দুপুর

বিদেশে থাকলেও দেশের জন্যে মনটা বড়ই কাঁদে। তাই, দিনে কয়েকবার অনলাইন পত্রিকা, বাংলাব্লগ, ফেইসবুক সহ অন্যান্য মিডিয়া খুলে কোথায় কি হচ্ছে তার খোজ-খবর রাখার চেষ্টা করি।

সর্বশেষ যে খবরটায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি তাহলো কওমী মাদ্রাসা, তার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে নিয়ন্ত্রণ করার নিমিত্তে কিছু পদক্ষেপ।

আমি একজনের কাছে শুনলাম- 'বাংলাদেশের মোল্লাদের শাসন করার এখনই সময়'।

এই কথাটার মধ্যে আমাদের ভবিষ্যতের জন্যে একটা মারাত্মক কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এক মারাত্মক জাতি বিভক্তি ও সংঘাতের নীল-নকশা।

দেশটা উন্নত করার জন্যে যেখানে মিলে-মিশে থাকা দরকার, সেটা না করে আমরা যদি এভাবে এক গ্রুপ আরেক গ্রুপকে এভাবে জব্দ করার মানসিকতা রাখি তাহলে তা দেশের কারো জন্যেই কল্যানকর হবে না। এই দেশটা যদি আরেকটা আফগানিস্তান বা সিরিয়া হয়, তাহলে কার লাভ হবে বলুন?

দেশে যুদ্ধ লাগানোটা কোন বুদ্ধিমত্তার বা শক্তির পরিচয় নয়। বুদ্ধি যদি থাকেই তাহলে শান্তি প্রতিষ্ঠা করেই তা দেখানো উচিত।

===== আগের লেখাঃ মুসলমানদের 'বড়' দিন।

বিষয়: রাজনীতি

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File